বাংলাদেশ

দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছি: পলক

দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছি: পলক

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলার তদন্তের অগ্রগতি জানাতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আওয়ামী লীগের গ্রেপ্তার মোট ১৬ জন সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি এবং রাজনীতিবিদকে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

‘বিডিআর হত্যাকাণ্ডের সেনসিটিভ তথ্য পাওয়ার পর আমাকে নিষ্ক্রিয় রাখা হয়’‘বিডিআর হত্যাকাণ্ডের সেনসিটিভ তথ্য পাওয়ার পর আমাকে নিষ্ক্রিয় রাখা হয়’
এসময় উপস্থিত সাংবাদিকরা সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কেমন আছেন জিজ্ঞেস করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রিজন ভ্যানের ভিতর থেকে পলক বলেন, ‘দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছি ভাই, বোবা।’

এর আগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ১৭ নভেম্বর জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১৬ জনের মধ্যে ১৩ জনকে বিচার করতে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়েছিল।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button