বাংলাদেশ

পদ্মার এক বোয়ালের দাম ৪৫ হাজার টাকা

জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ১৭ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি কেজিপ্রতি ২ হাজার ৪৫০ টাকা দরে মোট ৪২ হাজার ১৪০ টাকায় কিনে নিয়েছেন এক মাছ ব্যবসায়ী।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা এলাকায় পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলে আফছার মোল্লার জালে ধরা পড়ে মাছটি।

জানা যায়, আফছারের কাছ থেকে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা। ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ৭২০ টাকা মাছটি বিক্রির আশা করছেন ওই ব্যবসায়ী।

জেলে আফছার মোল্লা বলেন, দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা এলাকায় পদ্মা-যমুনা নদীর মোহনায় সঙ্গীদের নিয়ে জাল ফেলি। দুপুর ২টার দিকে আমার জালে ১৭ কেজি ২০০ গ্রাম ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে। আমি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার সুমাইয়া মৎস্য আড়তে নিয়ে যাই। ওই আড়তের মালিক সোহেল মোল্লা মাছটি প্রতি কেজি দুই হাজার ৪৫০ টাকা দরে মোট ৪২ হাজার ১৪০ টাকায় কিনে নেন।

সুমাইয়া মৎস্য আড়তের মালিক সোহেল মোল্লা বলেন, ‘আফছার মোল্লার কাছ থেকে মাছটি কিনে আমার আড়তে রেখেছি। দুই হাজার ৬০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ৭২০ টাকা মাছটি বিক্রির আশা করছি।’

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button