বাংলাদেশ

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টের পর যা বললেন সময় টিভির সাংবাদিক

সম্প্রতি সময় টিভি থেকে চিফ আউটপুট এডিটর ওমর ফারুক ও মাল্টিমিডিয়া লিড কামাল শাহরিয়ারসহ ৫ জনকে অব্যাহতি দেওয়া হয়। তাদের মধ্যে কামাল শাহরিয়ার চলতি বছরে ১ অক্টোবর মাল্টিমিডিয়া লিড হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।

চাকরিচ্যুতরা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শীর্ষ সমন্বয়কের চাপে সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ তাদের চাকরিচ্যুত করতে বাধ্য হয়েছে- এমন তথ্য তাদের জানানো হয়েছে মৌখিকভাবে।

বিষয়টি নিয়ে গত দুই দিন ধরে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হচ্ছে। অবশ্য তালিকা দেওয়ার কথা অস্বীকার করলেও সিটি গ্রুপে গিয়ে সময় টিভি নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন হাসনাত আবদুল্লাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের পর কামাল শাহরিয়ার দেশের একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন, ‘সময় টিভির বিরুদ্ধে তার যে অভিযোগ তা তিনি প্রেস কাউন্সিল, গণমাধ্যম সংস্কার কমিশন কিংবা তথ্য উপদেষ্টাকে জানাতে পারবেন। এরপর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টি নিয়ে পদক্ষেপ নিতে পারত সংশ্লিষ্টরা।’

তিনি বলেন, ‘যেহেতু তিনি (হাসনাত আবদুল্লাহ) দাবি করেছেন সিটি গ্রুপকে তালিকা দেননি সে কারণে আশা করি বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে পারে সিটি গ্রুপ ও সময় টিভি কর্তৃপক্ষ। এছাড়া জাতীয় প্রেস ক্লাব, তথ্য মন্ত্রণালয় এবং গণমাধ্যম সংস্কার কমিশনের পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের উচিত এই অন্যায্য ছাটাই নিয়ে কথা বলা।’

The post হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টের পর যা বললেন সময় টিভির সাংবাদিক appeared first on ডেইলি ক্যাম্পাস লাইভ.

সূত্র: dailycampuslive

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button