বাংলাদেশ

শরীরের বিশেষ অঙ্গ নিখুঁত রাখতে মাসে ৩ লক্ষ টাকা খরচ করেন এই মডেল

বিনোদন ডেস্ক : শরীরের একটি নির্দিষ্ট অঙ্গ মেদহীন ও আকর্ষণীয় রাখতে প্রতিমাসে প্রায় ৩ লক্ষ টাকা খরচ করেন ব্রাজিলের মডেল ক্যারল রোজালিন। এই অঙ্গের পরিচর্যার জন্য তিনি নিয়মিত উচ্চ বেতনের একজন ব্যক্তিগত প্রশিক্ষক নিয়োগ করেছেন।

ব্রাজিলেই নয়, আন্তর্জাতিক স্তরেও ক্যারল রোজালিনের জনপ্রিয়তা আকাশচুম্বী। শরীরচর্চা এবং ফিটনেস ধরে রাখতে তার এই ব্যতিক্রমী প্রচেষ্টা অনেকের কাছে বিস্ময়কর হলেও ক্যারল তার এই রুটিনের জন্য খ্যাতি অর্জন করেছেন।

সংবাদমাধ্যম ‘ডেলি মেল’এর প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক অতীতে ‘সবচেয়ে নিখুঁত দেহের অধিকারিণী’র তকমা পেয়েছেন ব্রাজিলের সাও পাওলোর মডেল ক্যারল। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তাঁকে ওই তকমা দিয়েছিল ‘প্লেবয় অস্ট্রেলিয়া’। সেই সময় তাঁকে নিয়ে প্রচুর হইচই হয়েছিল। তবে সম্প্রতি তাঁর বিবৃতিতে আবার হইচই পড়েছে।

চিকিৎসকই ক্যারল জানিয়েছেন, শরীরের নির্দিষ্ট একটি অঙ্গের পরিচর্যার জন্য এবং সেই অঙ্গ নিখুঁত রাখতে মাসে তিন লক্ষ টাকা বেতন দিয়ে এক জন প্রশিক্ষক রেখেছেন তিনি। আর তার পরেই হইচই পড়েছে। কী সেই বিশেষ অঙ্গ, তা জানতে কৌতূহল প্রকাশ করেছেন নেটাগরিকেরা। উত্তরও পেয়েছেন। ২৫ বছর বয়সি ক্যারল একটি সাক্ষাত্কারে প্রকাশ করেছেন, তাঁর শরীরের ওই নির্দিষ্ট অঙ্গটি হল নিতম্ব। নিতম্বকে নিখুঁত রাখতেই প্রশিক্ষক রেখেছেন তিনি। নিতম্বের আকার ঠিক রাখতে তিনি কঠিন পরিশ্রম করেন বলেও ক্যারল জানিয়েছেন।

পর্দার নায়ক-নায়িকা শ্বেতা-রুবেল এখন বাস্তবে

কিন্তু নিতম্বের আকার ঠিক রাখতে কী করেন ক্যারল? ব্রাজিলিয়ান মডেল জানিয়েছেন, প্রতি সপ্তাহে কমপক্ষে আড়াই হাজার উঠবোস করতে হয় তাঁকে। খাবারও খান মেপে মেপে। আর পুরোটাই তিনি করেন প্রশিক্ষকের তদারকিতে।

সূত্র:- আনন্দবাজার পত্রিকা

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button