ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর: ১২টি পেশায় শ্রমবাজার খুলছে, ৯৬ হাজার অবৈধ কর্মী বৈধ হবে
ডেস্ক রিপোর্ট: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর বরাত দিয়ে প্রবাস বার্তা জানিয়েছে, ওমান সরকার চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করেছে। এছাড়াও, দেশটিতে অবৈধভাবে অবস্থানরত ৯৬ হাজার বাংলাদেশিকে বৈধতা দেওয়ার পাশাপাশি তাদের জরিমানা মওকুফের বিষয়েও ইতিবাচক চিন্তাভাবনা করছে।
মঙ্গলবার (০৯ জুলাই) বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বালুশী প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, ওমানে বর্তমানে শুধুমাত্র দক্ষ কর্মীদেরই ভিসা দেওয়া হলেও, অদক্ষ কর্মীদের নেওয়ার বিষয়টি ওয়ার্কিং কমিটিতে প্রস্তাব করা হবে। এছাড়াও, ওমানের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশের একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ওমানের জন্য নিবেদিত করার বিষয়েও আলোচনা হয়েছে।
দুই দেশের মধ্যকার বৈঠকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। শিগগিরই দুই দেশের মধ্যে একটি যৌথ কার্যনির্বাহী দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ওমানে দক্ষ জনশক্তি পাঠানোর মাধ্যমে দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।
উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর থেকে ওমান বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করেছিল।
প্রবাস কণ্ঠ/এম/এ