বাংলাদেশ

মেকআপহীন ছবির প্রশংসায় ভাসছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনের মডেল-অভিনেত্রী মানেই গ্ল্যামার লুক আর লাস্যময়ী উপস্থাপনা। সোমবার সন্ধ্যায় নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে মেকআপহীন ঘরোয়া লুকেই দেখা মিলেছে এই অভিনেত্রীর। যে সাধারণ লুকের প্রশংসায় মগ্ন অনুরাগীরাও।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সক্রিয় নুসরাত ফারিয়া তবে এবার নুসরাত ফারিয়া বেশ সাধারণ বেশেই নিজেকে হাজির করলেন ভক্তদের সামনে। অনুরাগীদের সংস্পর্শে থাকেন সবসময় তিনি। এবার নিজের খুব সাধারণ কিছু ছবি পোস্ট করে চমকে দিলেন সবাইকে।

কালো সালোয়ার কামিজের সঙ্গে কপালে ছোট্ট একটা টিপ। সেই ছবি ফেসবুকে প্রকাশ করে ফারিয়া লিখেছেন, তার চোখে তুমি সবসময় সুন্দর।

ছবিগুলো দেখে ভক্তরাও অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ মন্তব্য করছেন, ‘সুহাসিনী’। কেউ লিখেছেন, ‘অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর’।

কারো মতে, ‘খুব স্নিগ্ধ, খুব সাধারণ, খুব ন্যাচারাল’। কোনো এক অনুরাগীর মন্তব্য, ‘যে আপনাকে পছন্দ করে তার কাছে আপনি সকল অবস্থাতেই সুন্দর’।

প্রেম না হলে মানুষের জীবন নষ্ট : ঋতাভরী

মডেলিং ও অভিনয়ের বাইরে পড়াশোনাতেও বেশ মনোযোগী নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে নিজের লেখাপড়া চালিয়ে গেছেন সমানতালে। এবার ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে দেশটিতে যাবেন এ নায়িকা।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button