বাংলাদেশ

অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ ৩ মাসের বাচ্চা, যা জানালেন সারজিস!

জুমবাংলা ডেস্ক : জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, আপনারা কি জানেন এই অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ কে?

৩ মাসের একটা বাচ্চা।

অসীম সাহসী এক মা ৩ মাসের বাচ্চা পেটে নিয়ে নিয়মিত আন্দোলন করেছেন। ৫ আগস্ট কোমরে লাঠি দিয়ে আঘাত করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আর কখনো মা হতে পারবেনা এই শহীদের মা।

বোন, আপনাকে আমরা কীভাবে মূল্যায়ন করবো? আশেপাশে থেকেও একটা বার বললেন না ভাইয়া আমিও শহীদের মা।

রাজশাহীর না গোটা দেশের সর্বকনিষ্ঠ শহীদ।
“শহীদ মুহাম্মদ”

Realme Neo 7 SE এবং Neo 7x: শীঘ্রই আসছে, রইল স্পেসিফিকেশন

(মা ভেবেছিল ছেলে হবে তাই এই নাম ঠিক করেছিলেন মনে মনে।)

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button