প্রিন্স ফ্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়ক সিয়াম

জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ প্রিন্স ফ্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। এজন্য তিনি এ কোম্পানির ম্যানেজিং পার্টনার ওমর বিন আজিজের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। কোম্পানিটির প্রধান কার্যালয় ঢাকার বনানীতে অবস্থিত।
সেখানে চিত্রনায়ক সিয়াম আহমেদের আগমন এবং চুক্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওমর বিন আজির দাবি করেন যে, তার কোম্পানি কাস্টমারদের মানসম্মত পণ্য উপহার দিতে সক্ষম হয়েছে। নেট ফ্যান, হাই স্পিড ফ্যান, রিচার্জেবল ফ্যান, সিলিং ফ্যান এর মতো পণ্য বিক্রি করে থাকে কোম্পানিটি।
তিনি মনে করেন যে, গুণগত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে তারা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকেন। তাছাড়া চিত্রনায়ক সিয়াম আহমেদ তাদের নিয়ে বেশ আশাবাদী। সামনে গ্রীষ্মকাল আসছে। গরমের সময় ফ্যানের চাহিদা অনেক বেশি থাকে। ওই সময় তাদের কোম্পানির ফ্যান জনগণের জন্য উপকার বয়ে নিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোর্স: জুম বাংলা