Tecno Spark Slim: বিশ্বের সবচেয়ে পাতলা 5200mAh ব্যাটারির ফোন আসছে!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামী ৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) ইভেন্ট। এই ইভেন্টেই টেকনো তাদের নতুন কনসেপ্ট স্মার্টফোন Tecno Spark Slim উন্মোচন করবে।
কোম্পানির দাবি, এটি হবে বিশ্বের সবচেয়ে পাতলা ফোন, যেখানে ৫২০০ এমএএইচ ব্যাটারি থাকবে। মাত্র ৫.৭৫ মিমি পুরুত্বের এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। আগামী সপ্তাহে বার্সেলোনার MWC ইভেন্টে দর্শনার্থীরা টেকনোর বুথে ফোনটি হাতে নিয়ে ব্যবহার করতে পারবেন।
Tecno Spark Slim-এর ফিচারসমূহডিসপ্লে:
৬.৭৮ ইঞ্চির 3D কার্ভড AMOLED ডিসপ্লে১২২৪ পিক্সেল রেজোলিউশন১৪৪ হার্টজ রিফ্রেশ রেট৪৫০০ নিট সর্বোচ্চ ব্রাইটনেস – ফলে রোদেও স্ক্রিন স্পষ্ট দেখা যাবে।উপাদান:
স্মার্টফোনটি রিসাইকেলড অ্যালুমিনিয়াম ও স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি, যা একদিকে টেকসই আবার পরিবেশবান্ধবও।ব্যাটারি ও চার্জিং:
৫২০০ এমএএইচ ব্যাটারি৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টপ্রসেসর:
অক্টা-কোর প্রসেসর থাকবে, তবে কোন চিপসেট ব্যবহার করা হবে, তা এখনো প্রকাশ করেনি কোম্পানি।ক্যামেরা:
৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা – সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য উপযুক্ত।Tecno Spark Slim মূলত তাদের স্লিম ডিজাইন, লম্বা ব্যাটারি ব্যাকআপ ও উচ্চ মানের ডিসপ্লে দিয়ে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে চায়। অফিশিয়াল ঘোষণা অনুযায়ী, এটি বাজারে আসার পর স্মার্টফোনপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করতে পারে।
৭ হাজার টাকার কমে সেরা তিন স্মার্টফোন! ১২ জিবি র্যাম ও বড় ব্যাটারি সহ
আপনার মতামত কী? এই ধরনের সুপার-স্লিম ফোন আপনার পছন্দ হবে?
সোর্স: জুম বাংলা