বাংলাদেশ

Bajaj Freedom 125 : ১২ কিলোমিটার চলবে মাত্র ১০ টাকায়

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ইলেকট্রিক বাইকের জনপ্রিয়তার মধ্যেও বাজাজের নতুন সিএনজি বাইক ফ্রিডম ১২৫ বাজারে আলোড়ন তুলেছে। এই বাইক পেট্রোল ও সিএনজি—দুই ধরনের জ্বালানিতেই চলে। যা এটিকে বিশ্বের প্রথম ডুয়াল-ফুয়েল বাইক করে তুলেছে।

সাশ্রয়ী মূল্যের কারণে শহর থেকে গ্রাম—সব জায়গায় বাইকটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। মাইলেজ, দাম ও শক্তিশালী ইঞ্জিনের কারণে এটি দীর্ঘ দূরত্ব ভ্রমণের জন্য উপযোগী।

বাজাজ দাবি করছে, ১ কেজি সিএনজি ব্যবহার করে ফ্রিডম ১২৫ প্রায় ১০৮ কিলোমিটার চলতে পারে। অর্থাৎ ভারতীয় মাত্র ১০ টাকায় ১২ কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্ভব!

ডুয়াল-ফুয়েল সুবিধা : পেট্রোল ও সিএনজি উভয়েই চালানো যাবে

এতে সিএনজি ট্যাঙ্ক ক্যাপাসিটি ২ কেজি। এছাড়াও পেট্রোল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে ২ লিটার। প্রতি লিটার পেট্রোলে মাইলেজ পাওয়া যাবে ৬০ কিলোমিটার। ডুয়াল-ফুয়েল মোডে ফুল ট্যাঙ্কে প্রায় ৩৩০ কিলোমিটার চলতে পারবে।

Bajaj Freedom 125 Price

এই বাইকটি ৩টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে—

মডেল এক্স-শোরুম দাম (ভারত)
প্রাইমারি ভেরিয়েন্ট ৯৫,০০০ রুপি
মিড রেঞ্জ ভেরিয়েন্ট ১,০২,০০০ রুপি
টপ ভেরিয়েন্ট ১,১০,০০০ রুপি

Bajaj Freedom 125 কেন কিনবেন?
বিশ্বের প্রথম ডুয়াল-ফুয়েল বাইক (CNG + Petrol)
১০ টাকায় ১২ কিমি মাইলেজ, প্রতি কেজি CNG-তে ১০৮ কিমি
শক্তিশালী ১২৫ সিসি ইঞ্জিন ও ৫-স্পিড গিয়ারবক্স
ফুল ট্যাঙ্কে ৩৩০ কিমি পর্যন্ত চলতে পারে
সাশ্রয়ী দাম: ৯৫ হাজার থেকে শুরু
উন্নত হ্যান্ডলিং ও হাই স্পিড স্টেবিলিটি

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, ছোটখাটো লেনদেনে লাগবে না পিন

বাজাজ ফ্রিডম ১২৫ শুধু কম খরচে বেশি মাইলেজই দেয় না, বরং এটি পরিবেশবান্ধবও। সিএনজি ব্যবহারের কারণে এটির কার্বন নিঃসরণ কম, ফলে এটি ইকো-ফ্রেন্ডলি ট্রান্সপোর্ট অপশন হিসেবেও জনপ্রিয়তা পাচ্ছে।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button