বাংলাদেশ

পাকিস্তানের স্কোয়াড থেকে বাদ পড়লেন বাবর-রিজওয়ান

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর নতুন করে দ্বিপাক্ষিক সিরিজে নামছে পাকিস্তান। চলতি মাসের মাঝামাঝিতে তারা দুই ফরম্যাটের সিরিজ খেলতে নিউজিল্যান্ডে উড়াল দেবে। ওই সিরিজে বাবর-রিজওয়ানের মতো সিনিয়র ক্রিকেটাররা বাদ পড়ছেন বলে গুঞ্জন শোনা গিয়েছিল। টি-টোয়েন্টি থেকে বাদ পড়লেও, তাদের নিয়েই ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।

আজ (মঙ্গলবার) কিউইদের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজের জন্য স্কোয়াড প্রকাশ করে পিসিবি। আসন্ন সিরিজে দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে বাবর-রিজওয়ানদের ছাড়াই খেলেছিল পাকিস্তান। ওই সিরিজের পর এবার কিউইদের বিপক্ষেও সালমান আলি আগা টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন। তার সহকারী অধিনায়ক হয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন শাদাব খান।

এদিকে, ওয়ানডেতে বাবর-রিজওয়ান থাকলেও, জায়গা হয়নি দুই প্রধান পেসার শাহিন আফ্রিদি ও হারিস রউফের। আবার নাসিম শাহ ওয়ানডে দলে থাকলেও, ডানহাতি এই পেসার টি-টোয়েন্টিতে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও না জেতা পাকিস্তানের স্কোয়াডে যে ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে, তা আগেই টের পাওয়া গিয়েছিল। যার আভাস মিলেছে এবারের স্কোয়াডে। দুই ফরম্যাটের স্কোয়াডেই জায়গা পেয়েছেন আইসিসির মেগা আসরটিতে ভালো খেলা অলরাউন্ডার খুশদিল শাহ।

টি-টোয়েন্টি দিয়ে প্রথমবার পাকিস্তানের স্কোয়াডে ডাক পেলেন হাসান নেওয়াজ ও আবদুল সামাদ। দুজনই পিএসএল ও ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় পারফর্ম করে নজর কেড়েছেন। এ ছাড়া হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেললেও, পাকিস্তান জাতীয় দলে (টি-টোয়েন্টি) প্রথমবার ডাক পেলেন ব্যাটার ওমাইর ইউসুফও। বাঁ-হাতি পেসার আকিফ জাভেদও প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন। এ ছাড়া সাময়িক বিরতির পর পাকিস্তানের স্কোয়াডে ফিরেছেন আব্দুল্লাহ শফিক, সুফিয়ান মুকিম ও মোহাম্মদ হারিস। ১৬ মার্চ প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড : হাসান নেওয়াজ, ওমাইর ইউসুফ, মোহাম্মদ হারিস, আবদুল সামাদ, সালমান আলি আগা (অধিনায়ক), ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ ও উসমান খান।

সাতকানিয়ায় এলাকাবাসীর পিটুনিতে নিহত দুজনের পরিচয় মিলেছে

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড : মোহম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান নিয়াজি, নাসিম শাহ, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button