MWC 2025-এ Doogee লঞ্চ করল ৬টি স্মার্টফোন! জানুন স্পেসিফিকেশন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : MWC 2025 ইভেন্টে Doogee একসঙ্গে ৬টি নতুন স্মার্টফোন উন্মোচন করেছে। এই ফোনগুলোর মধ্যে রয়েছে রাগড ফোন V Max Play, Blade GT Ultra, S200 Plus, Pure 70, Pure 70 Pro (P70 নামে পরিচিত) এবং Moment 60 (M60 নামে পরিচিত)। চলুন দেখে নেওয়া যাক এসব স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার।
Doogee V Max Play: শক্তিশালী ব্যাটারি ও LED প্রজেক্টরডিসপ্লে: 6.78-ইঞ্চি Full HD+ (120Hz রিফ্রেশ রেট)প্রসেসর: MediaTek 7300RAM & Storage: 12GB RAM, 512GB স্টোরেজক্যামেরা: 108MP প্রাইমারি সেন্সর, 20MP নাইট ভিশনব্যাটারি: 22,000mAh (33W ফাস্ট চার্জিং, 15W রিভার্স চার্জিং)অন্যান্য: ক্যাম্পিং লাইট, বিল্ট-ইন LED প্রজেক্টরDoogee Blade GT Ultra: স্টাইল ও পারফরম্যান্সডিসপ্লে: 6.78-ইঞ্চি Full HD+ (120Hz রিফ্রেশ রেট)প্রসেসর: Dimensity 7300RAM & Storage: 16GB RAM, 512GB স্টোরেজক্যামেরা: 108MP প্রাইমারি সেন্সরঅন্যান্য: ডায়নামিক লাইটিং ইফেক্ট, রাগড ডিজাইনDoogee S200 Plus: সেকেন্ডারি AMOLED ডিসপ্লে সহডিসপ্লে: 6.78-ইঞ্চি Full HD+ (120Hz রিফ্রেশ রেট)প্রসেসর: Dimensity 7300RAM & Storage: 16GB RAM, 512GB স্টোরেজক্যামেরা: 100MP প্রাইমারি সেন্সরঅন্যান্য: 1.32-ইঞ্চি AMOLED সেকেন্ডারি স্ক্রিনDoogee P70 & P70 Pro: AMOLED ডিসপ্লে ও শক্তিশালী ক্যামেরাডিসপ্লে: 6.73-ইঞ্চি 2.5D কার্ভ AMOLED (120Hz রিফ্রেশ রেট)প্রসেসর: P70 – Dimensity 7050, P70 Pro – Dimensity 7300RAM & Storage: P70 – 16GB RAM, 512GB স্টোরেজ; P70 Pro – 16GB RAM, 1TB স্টোরেজক্যামেরা: 50MP প্রাইমারি, 8MP ওয়াইড-অ্যাঙ্গেল, 2MP ম্যাক্রো; P70 Pro-তে 8MP পেরিস্কোপ টেলিফটোব্যাটারি: 5,000mAh (33W ফাস্ট চার্জিং), ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরDoogee M60: প্রোজেক্টর ফোনডিসপ্লে: 6.79-ইঞ্চি HD+প্রসেসর: Unisoc T606RAM & Storage: 8GB RAM, 256GB স্টোরেজক্যামেরা: 50MP প্রাইমারি, 5MP সেলফিব্যাটারি: 5,000mAh (OTG রিভার্স চার্জিং)অন্যান্য: 76 ANSI লিউমেনস ব্রাইটনেস সহ প্রোজেক্টরJIO E-Bike: : এক চার্জে ৪০০ কিমি, কমমূল্যে সেরা ফিচার!
দামDoogee তাদের প্রেস রিলিজে Moment 60 Pro এবং Moment 60 Max নামেও দুটি ডিভাইসের কথা উল্লেখ করেছে, তবে সেগুলোর অফিসিয়াল তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ফোনগুলোর দাম ও সেল ডিটেইলস শীঘ্রই জানানো হবে।
সোর্স: জুম বাংলা