বাংলাদেশ

দুই যুগ পর অভিনয়ে ফিরে যে বার্তা দিলেন টুইঙ্কেল খান্না

বিনোদন ডেস্ক : বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী টুইঙ্কেল খান্না শোবিজ জগৎ ছেড়েছেন প্রায় ২৪ বছর হতে চললো। তার শেষ সিনেমা ‘লাভ কে লিয়ে কিছু ভি করেগা’ মুক্তি পেয়েছিল ২০০১ সালে। তবে এবার আবারও বলিউডে ফেরার বার্তা দিলেন এ অভিনেত্রী।

নারী দিবস উপলক্ষে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। চমক জাগানো সেই ভিডিওতে দেখা যায়, তিনি পিঙ্কি মাসি চরিত্রে ‘র’ প্রেসিডেন্টের ভোটের জন্য প্রচার চালাচ্ছেন। ভিডিওতে টুইঙ্কেল খান্নাকে একটি সাদা উইগ, গান্ধী টুপি এবং গোলাপি সালোয়ার স্যুট পরা অবস্থায় দেখা যায়।

প্রথম অবস্থায় ভিডিওটি মজার ও হালকা মনে হলেও, এর অন্তর্নিহিত বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। এই ছোট্ট ভিডিওটি নারীদের এক অব্যক্ত সমস্যার দিকে ইঙ্গিত করে, তা হলো নিজেদের অর্জন উদযাপনের সংকোচ।

অনেক নারী, এমনকি উচ্চপর্যায়ে সফল নারীরাও প্রায়শই তাদের অর্জনকে কম গুরুত্ব দেন বা প্রকাশ করতে সংকোচ বোধ করেন।

ভিডিওটির ক্যাপশনে টুইঙ্কল খান্না লেখেন, যদি স্পটলাইট পড়লে তুমি সিংহি থেকে ভিজে বেড়াল হয়ে যাও, তবে পিঙ্কি মাসি তোমার জন্য পরামর্শ নিয়ে এসেছেন। তার অতিরিক্ত আত্মবিশ্বাস মজার লাগতে পারে, কিন্তু আমাদের কি সত্যিই একটু আত্মবিশ্বাসের প্রয়োজন নেই? তুমি কি কখনো তোমার অর্জন উদযাপন করতে অস্বস্তি বোধ করেছ?

ভিডিওতে টুইঙ্কেল বলেন, যা আমি বলি, তা-ই করি, আর যা আমি করি, তা আমি জোর গলায় বলি!

নারীদেরকে আত্মপ্রচারের জন্য টুইঙ্কেল ৩টি গুরুত্বপূর্ণ টিপস দেন। তা হলো, নিজেদের অর্জনের তালিকা তৈরি করা, প্রশংসা গ্রহণ করতে শেখা, নিজেদের কাজের কৃতিত্ব নিতে পিছপা না হওয়া।

নারীদের উদ্দেশ্যে টুইঙ্কেল খান্না বলেন, তুমি অফিসে হও বা বাড়িতে, মানুষকে জানানো দরকার যে, তুমি কী কী অবদান রাখছো!

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button