ফাইনাল সেরা রোহিত, টুর্নামেন্ট সেরা রাচিন

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় শিরোপা জিতেছে মেন ইন ব্লুজরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন অধিনায়ক রোহিত।
তার ওই ইনিংসে ভর করে ৪ উইকেটে জিতেছে ভারত। কার্যকরী ইনিংস খেলার জন্য ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা।
এছাড়া টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরু থেকে খেলতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ফিরেই সেঞ্চুরি করেন। পরে আরও এক সেঞ্চুরি তুলে নেন তিনি।
রাচিন টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে ২৬৩ রান করেছেন। যা আসরের সর্বোচ্চ। তার চেয়ে ২০ রান কম করেছেন শ্রেয়াস আইয়ার। টুর্নামেন্ট সেরার পুরস্কার হাতে নিয়ে রাচিন বলেছেন, ‘এটা তিক্ত-মধুর অভিজ্ঞতা। ভালো উইকেটে ফাইনালটা হলে ভালো লাগত।’
সোর্স: জুম বাংলা