বিয়ের আগে কনের মুখে এসব কী? ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের আগেই এ কী কাণ্ড ঘটিয়ে বসলেন কনে! ঘটনার জেরে বিয়ের দিনেও তাঁকে শুনতে হল হাজার কথা। কনের কাণ্ড দেখে নেটিজেনদের চোখ ছানাবড়া। কী এমন ঘটেছে মেয়েটির সঙ্গে?
গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, বিয়ের দিন ‘পান মশলা’ মুখে পুরতেই, নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার হয়েছেন ওই তরুণী। ঘটনার ভিডিও তুলে তিনি তা নিজেই নেটমাধ্যমে পোস্ট করেছিলেন। এরপরেই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, বিয়ের আগে কনে মুখে পান মশলা মুখে নিয়ে কোনও একটি মজার কথা বলছিলেন। ওই ভিডিওটির মাধ্যমে কনে বোঝাতে চাইছিলেন যে একমাত্র ‘পান মশলাই’ তাঁর সমস্ত চিন্তা নিমেষে দূর করে দিতে পারে। ভিডিওটির ক্যাপশনে আবার লেখা হয়েছে ‘সত্যি মাথায় খুব চিন্তা’। এই ক্যাপশন ভিডিওটিকে আরও ভাইরাল করেছে।
আপলোড করা ভিডিওটি নেটিজেনদের নজরে আসতেই তাঁরা সেখানে নিজেদের মতামত ব্যক্ত করতে শুরু করে দেন। কমেন্টে সকলেই তরুণীকে একহাত নিয়েছেন। ভাইরাল ভিডিওটি রীতিমতো নেটিজেনদের আলোচ্য বিষয় হয়ে উঠেছে। কমেন্টে এক ব্যক্তি লিখেছেন, ‘নিশ্চয়ই কনের হবু বর তাঁকে এই উপায়টি শিখিয়েছেন’। আরেকজন আবার লিখেছেন, ‘এরপর যেন তরুণী বলে না বসেন যে বর রোজ সকালে মদ খায়’। ভিডিওটিতে হু হু করে বেড়ে চলেছে লাইক ভিউসের সংখ্যা।
সোর্স: জুম বাংলা