চাঁদে ম্যাগমার মহাসাগর থাকার প্রমাণ পেয়েছে চীন গবেষণা দল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চাঁদের জন্মের পর প্রাথমিক পর্যায়ে এটি সম্পূর্ণ গলিত ম্যাগমায় পরিপূর্ণ ছিল। চীনের ছাং’এ-৬ মিশনে সংগ্রহ করা নমুনা নিয়ে গবেষণায় এ প্রমাণ মিলেছে। চীনা সংবাদমাধ্যম সিএমজি ও সিসিটিভি এ খবর জানিয়েছে।
গবেষণায় দেখা গেছে, চাঁদের দূর ও কাছের পাশের আগ্নেয় শিলা (বেসাল্ট) একই রকম। বিশ্লেষণে ২৮২ কোটি ৩০ লাখ বছরের পুরনো ম্যাগমার অস্তিত্ব মিলেছে, যা চাঁদের ম্যাগমা মহাসাগর তত্ত্বকে সমর্থন করে।
২০২৪ সালে ছাং’এ-৬ প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী পাশ থেকে এক হাজার ৯৩৫ দশমিক ৩ গ্রাম নমুনা সংগ্রহ করে। চীনা জাতীয় মহাকাশ প্রশাসনের (সিএনএসএ) যৌথ গবেষণা দলের তাদের আবিষ্কারের কথা সায়েন্স জার্নালে প্রকাশ করেছে।
চাইনিজ একাডেমি অফ জিওলজিক্যাল সায়েন্সেস-এর গবেষক ছ্য সিয়াওছাও বলেন, প্রথমবার চাঁদের দূরবর্তী পাশ থেকে নমুনা এনে প্রমাণ পাওয়া গেছে যে আদিকালে পুরো চাঁদ একটি বিশাল ম্যাগমা মহাসাগর ছিল।
‘দেশে আর কোনো বিশেষ পরিস্থিতিতে যাতে ইন্টারনেট বন্ধ না হয়, সে লক্ষ্যে নীতিমালা হচ্ছে’
চাঁদের উৎপত্তি ও বিবর্তন বোঝার জন্য গুরুত্বপূর্ণ হবে এই আবিষ্কার।
সোর্স: জুম বাংলা