বাংলাদেশ

সাত দিন বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

জুমবাংলা ডেস্ক: সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা। যা বছরে দুইবার ঘটে থাকে। মূলত, সূর্য, পৃথিবী এবং অন্য কোনো গ্রহ মহাকাশযানের মধ্যে অবস্থান করলে তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বিঘ্নিত হয়। তখন সূর্যের তীব্র বিকিরণ রেডিও সংকেতকে দুর্বল বা বিকৃত করে দেয়। এর ফলে মহাকাশযানের সঙ্গে সরাসরি যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বাংলাদেশ স্যাটেলাইট -১ এর ক্ষেত্রেও সৌর ব্যতিচারের কারণে আগামী ১৩ মার্চ পর্যন্ত ৭ দিনে মোট ৭৭ মিনিট সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। সংস্থাটির জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার জানান, সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে থাকে। বাংলাদেশ স্যাটেলাইট -১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে গতকাল ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট সম্প্রচার বিঘ্ন ঘটার সম্ভাব্য সময়সূচি হচ্ছে — ৭মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে সকাল ১০টা ১ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০ টা ২ মিনিট মোট ১০ মিনিট (এরইমধ্যে সম্পন্ন হয়েছে), ৯ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট মোট ১২ মিনিট, ১০ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট মোট ১৩ মিনিট, ১১ মার্চ ৯ টা ৫০ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট মোট ১৩ মিনিট, ১২ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১০ টা ২ মিনিট মোট ১২ মিনিট এবং ১৩ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ টা মোট ৯ মিনিট।

তবে বিএসসিএল ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দেওয়া হচ্ছে।

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ১ কোটি ৩১ লাখ

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button