Honor Magic7 Mini : বাজারে আসছে নিজস্ব কমপ্যাক্ট প্রিমিয়াম স্মার্টফোন

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ওয়ানপ্লাসও তাদের নিজস্ব সংস্করণ ওয়ানপ্লাস ১৩টি আনতে চলেছে বলে আশা করা যাচ্ছে। এবার এ তালিকায় যোগ দিতে প্রস্তুতি নিচ্ছে অনর। বাজারে অনর আনছে নিজস্ব কমপ্যাক্ট প্রিমিয়াম স্মার্টফোন।
চীনে ছোট আকারের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। অনেক ব্র্যান্ডই এখন কমপ্যাক্ট কিন্তু শক্তিশালী ডিভাইস বাজারে আনছে।
এবার শাওমি আনতে চলেছে শাওমি ১৫, ভিভো কাজ করছে এক্স২০০ প্রো মিনি নিয়ে এবং অপো তৈরি করছে ফাইন্ড এক্স৮ মিনি (সম্ভবত যার নাম হবে ফাইন্ড এক্স৮ নেক্সট)। ওয়ানপ্লাসও তাদের নিজস্ব সংস্করণ ওয়ানপ্লাস ১৩টি আনতে চলেছে বলে আশা করা যাচ্ছে। এবার এ তালিকায় যোগ দিতে প্রস্তুতি নিচ্ছে অনর। বাজারে অনর আনছে নিজস্ব কমপ্যাক্ট প্রিমিয়াম স্মার্টফোন।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোর নির্ভরযোগ্য সূত্র ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, অনর ছোট স্ক্রিনযুক্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন তৈরি করছে। ধারণা করা হচ্ছে, ডিভাইসটিতে ৬ দশমিক ৩ ইঞ্চির স্ক্রিন থাকবে, যা অন্যান্য কমপ্যাক্ট ফ্ল্যাগশিপের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।
স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তবে এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর একেবারে পাতলা ডিজাইন। এটি ইঙ্গিত দেয় যে অনর একটি মসৃণ, হালকা ওজনের ডিভাইস তৈরি করতে চাইছে। যেহেতু এটি একটি ফ্ল্যাগশিপ মডেল, তাই এটি সম্ভবত ম্যাজিক সিরিজের অংশ হবে। অনেকের ধারণা, এর নাম হতে পারে অনর ম্যাজিক ৭ মিনি বা এ রকম কিছু।
যদিও স্মার্টফোনটির হার্ডওয়্যারের বিশদ বিবরণ এখনো অস্পষ্ট, তবে শিল্পপ্রবণতা ও অনারের আগের ফ্ল্যাগশিপগুলোর ওপর ভিত্তি করে কিছু মূল বৈশিষ্ট্য অনুমান করা বলা যায়, ডিভাইসটিতে তীক্ষ্ণ ভিজুয়াল এবং প্রাণবন্ত রঙের জন্য ১ দশমিক ৫কের উচ্চ রেজল্যুশনের ডিসপ্লে থাকবে। সেই সঙ্গে থাকবে স্মুদ পারফরম্যান্সের জন্য কোয়ালকম বা মিডিয়াটেকের মতো হাই-এন্ড চিপসেট। একেবারে পাতলা ডিজাইন এবং স্লিক গ্লাস ও মেটাল বডি। আরো থাকতে পারে উন্নত ক্যামেরা সিস্টেম, যাতে অন্য কমপ্যাক্ট ফ্ল্যাগশিপের সঙ্গে প্রতিযোগিতা করা যায়। সেই সঙ্গে থাকতে পারে দ্রুত চার্জিং, ভালো ব্যাটারি লাইফসহ একটি ছোট ব্যাটারি।
OnePlus 13R-এ বিশাল ছাড়! জেনে নিন দাম ও ফিচার
সুতরাং কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ বাজারে অনারের পদচারণ উত্তেজনাপূর্ণ। অনেক স্মার্টফোন ব্যবহারকারী ছোট কিন্তু শক্তিশালী ডিভাইস পছন্দ করেন। শাওমি, ভিভো, অপো ও ওয়ানপ্লাসের মতো শক্তিশালী প্রতিযোগীদের সঙ্গে অনরকে দুর্দান্ত ডিজাইন, পারফরম্যান্স ও নতুনত্ব দিয়ে নিজেদের আলাদা করে তুলতে হবে। সূত্র: গিজচায়না
সোর্স: জুম বাংলা