বাংলাদেশ

এবার জাতীয় পরিচয়পত্রে দেওয়া যাবে একাধিক স্ত্রীর নাম

জুমবাংলা ডেস্ক : জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) একাধিক স্ত্রীর নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ডাক নাম রাখারও একটা পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

সোমবার (১০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

ইসির অতিরিক্ত সচিব বলেন, আগেই থেকে এনআইডিতে একাধিক স্ত্রী নাম রাখা যেত। তবে এখন থেকে দুই নম্বর ফরমে এ ফিল্ড যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসির কর্মকর্তারা বলছেন, আজকে এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। অনেকে একাধিক ডাকনাম থাকে। অনেকের আবার একাধিক স্ত্রীও থাকে। এগুলোর সমাধানও করতে পারছি না। এজন্য এটা নিয়ে বসেছিলাম। এছাড়া একটা খসড়াও করেছি।

‘হিসাবরক্ষক’ নিয়োগ দেবে আকিজ বিড়ি ফ্যাক্টরি, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা

এক্ষেত্রে দুই নম্বর ফরমে যদি আমরা ডাকনামটা নিয়ে নিতে পারে তাহলে সম্ভবত আমাদের অনেক লোককে চিহ্নিত করতে সহযোগিতা করবে। অনেকের একাধিক স্ত্রীও থাকেন। আমরা যদি দুই নম্বর ফরমে একাধিক স্ত্রীর (যদি কারও থাকে) নামটা যদি আগেই সংরক্ষণ করে নেই তাহলে দেখা যাবে ভবিষ্যতে ওই সমস্যা আর থাকবে না।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button