বাংলাদেশ

গ্লোবাল বাজারে লঞ্চ হল Vivo Y29s 5G, জেনে নিন বিস্তারিত

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো গ্লোবাল বাজারে তাদের নতুন Vivo Y29s 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটিতে এসজিএস মিলিটারি গ্রেড শক রেজিস্টেন্স ফিচার, আইপি64 রেটিং, 5,500mAh ব্যাটারি, 6GB ভার্চুয়াল +8GB RAM, 2টিবি পর্যন্ত এক্সপেন্ডেবল সাপোর্ট, 6.74 ইঞ্চির স্ক্রিনের মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y29s 5G স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।

Vivo Y29s 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে
Vivo Y29s 5G স্মার্টফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট, 260 PPI পিক্সেল ডেনসিটি, 70% NTSC কালার গামুট এবং 570 নিটস (HBM ভ্যালু) ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে হোয়াইট এবং ক্লিয়ার ভিজুয়াল কোয়ালিটি পাওয়া যায়।

প্রসেসর
এই ফোনটিতে 6nm ফেব্রিকেশনে তৈরি 2.4 GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Funtouch OS 15 কাস্টম স্কিন সহ লঞ্চ করা হয়েছে।

স্টোরেজ
Vivo Y29s 5G ফোনটিতে মাল্টি টাস্কিং সহজ করার জন্য 8GB LPDDR4X RAM দেওয়া হয়েছে। এই ফোনটি 256GB eMMC 5.1 ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 6GB ভার্চুয়াল RAM এবং 2TB এক্সপেন্ডেবল স্টোরেজ অপশন রয়েছে, ফলে স্টোরেজ বাড়ানো যাবে।

ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Vivo Y29s 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে হাই কোয়ালিটি ইমেজ ক্যাপচারের জন্য (f/1.8) অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর সহ (f/3.0) অ্যাপারর্চারযুক্ত 0.08MP সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য (f/2.2) অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ক্যামেরা মোডে ফটো, নাইট, পোট্রেট, ভিডিও, লাইভ ফটো, স্লো-মো, টাইল-ল্যাপ্স, প্রো, প্যানো এবং ডকিউমেন্ট রয়েছে। এছাড়াও এই ফোনটিতে AI ইরেজার, AI ফটো এনহ্যান্স এবং AI ডকিউমেন্টের মতো স্মার্ট ফিচার যোগ করা হয়েছে।

ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y29s 5G ফোনটিতে 15W ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh (টিপিক্যাল ভ্যালু) এর Li-ion ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে YouTube ভিডিও দেখার সময় 21 ঘন্টা এবং Spotify এ মিউজিক শোনার সময় 24 ঘন্টা পর্যন্ত পারফরমেন্স পাওয়া যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 1600 চার্জিং সাইকেলের পরও 80% পর্যন্ত ব্যাটারি হেলথ থাকবে।

অন্যান্য
Vivo Y29s 5G ফোনটিতে 5G/4G/3G/2G নেটওয়ার্ক কোয়ালিটি, 2টি ন্যানো সিম + 1টি মাইক্রোএসডি কার্ড স্লট, 2.4 GHz এবং 5 GHz ডুয়েল-ব্যান্ড সহ ওয়াই-ফাই, ব্লুটুথ 5.4, USB 2.0 (টাইপ-C) এবং OTG সাপোর্ট করে। এই ফোনটিতে NFC, GPS, BeiDou, GLONASS, Galileo এবং QZSS এর মতো ফিচার রয়েছে। এই ফোনে এক্সেলারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ই-কম্পাস, প্রক্সিমিটি সেন্সর, কালার টেম্পারেচার সেন্সর এবং জাইরোস্কোপের মতো বিভিন্ন সেন্সর দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং IP64 রেটিং যোগ করা হয়েছে। এছাড়াও ফোনটি SGS এবং মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশন সহ পেশ করা হয়েছে।

ওজন এবং ডায়মেনশন
Vivo Y29s 5G ফোনটির থিকনেস 8.19 মিমি এবং ওজন 199 গ্রাম রয়েছে।

Vivo Y29s 5G এর কালার এবং দাম
অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী Vivo Y29s 5G ফোনটি জেড গ্রিন এবং টাইটেনিয়াম গোল্ডের মতো দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানা যায়নি। শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে জানানো হবে বলে আশা করা হচ্ছে।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button