মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মুন্না হত্যা মামলার আসামি ইসমাইল গ্রেফতার

জুমবাংলা ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মুন্না হাওলাদার হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. ইসমাইল হোসেনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে র্যাব-২ এর সিপিসি-৩ আগারগাঁও ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে। ইসমাইল ‘এলেক্স ইমন’ এবং ‘গলাকাটা রানা’ কিশোর গ্যাং গ্রুপের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে র্যাব।
বুধবার (১২ মার্চ) র্যাব-২ এর মিডিয়া অফিসার খান আসিফ তপু এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মুন্না একজন পিঠা বিক্রেতা ছিলেন। পিঠা বিক্রি করে তিনি তার সংসার চালাতেন। অপরপক্ষে এলেক্স ইমন ও গলাকাটা রানাসহ এজাহারনামীয় অন্য আসামিরা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ও এলাকায় রাজত্ব কায়েম করা তাদের নেশা ও পেশা।
নিহত মুন্নার পেশাকে তারা মেনে নিতে না পারায় তাকে মারধর করার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় গত বছরের ২০ নভেম্বর সন্ধ্যায় ইসমাইল, এলেক্স ইমন ও গলাকাটা রানাসহ এজাহারনামীয় অন্য আসামিরা মুন্নাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।
কর্মক্ষেত্রে নিজেকে মূল্যবান গড়ে তুলতে চান? জেনে নিন ৪ টি টিপস
এ ঘটনায় নিহতের পিতা বাবুল হাওলাদার আসামিদের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ইসমাইলকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার ইসমাইলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা খান আসিফ তপু।
সোর্স: জুম বাংলা