এবার সেফটি পিন দিয়ে লজ্জা ঢেকে ফের শিরোনামে উরফি

বিনোদন ডেস্ক : ফ্যাশনেও আছেন, বিতর্কেও আছেন। হরেক কিসিমের পোশাক পরে মাঝেমাঝেই শিরোনামে উঠে আসেন মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। কখন কী পোশাক পরার ইচ্ছে হয় তাঁর, সেটা বোধহয় তাঁর অতিবড় ভক্তরাও জানেন না। এমন এমন জিনিস ব্যবহার করে উরফি পোশাক গড়েন যা দেখে অবাক বনে যান নেটিজেনরা। কখনও কখনও ধেয়ে কটাক্ষও। তবে সেসব সমালোচনায় খুব একটা কান দেন না তিনি। কান দেন না তাঁর ভক্তরাও। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ৫৩ লক্ষেরও বেশি। সম্প্রতি সেই ইনস্টাগ্রামেই উরফি আপলোড করেছেন এমন এক ভিডিও যা দেখে ঘুম ছুটেছে ভক্তদের।
সদ্য প্রকাশিত সেই ভিডিওতে দেখা যাচ্ছে সঙ্গীদের সঙ্গে এক বিশেষ পোশাক তৈরিতে ব্যস্ত তিনি। তবে তাকে আদৌ পোশাক বলা যায় কি না, তাই নিয়ে বিতর্ক চলতে পারে। কারণ সুতো নয়, সেই ‘পোশাক’ তৈরি হয়েছে একের পর এক সেফটি পিন জুড়ে। অবশেষে সেই সেফটি পিনের জাল গায়ে জনসমক্ষেও ধরা দিয়েছেন উরফি। দেদার ছবিও তুলতে দিয়েছেন চিত্রগ্রাহকদের।
প্রকাশের সঙ্গে সঙ্গেই তুমুল ভাইরাল উরফির নতুন ভিডিও। সঙ্গে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। তবে এই জনপ্রিয়তা নতুন নয় উরফির কাছে। আগেও হরেক অবতারে ভক্তদের মনে ঝড় তুলেছিলেন তিনি। কখনও কয়েকটি ফটো ছাড়া অন্য কোনও পোশাক গায়ে রাখেননি তিনি। কখনও বক্ষ যুগল ঢেকে রেখেছিলেন ঝুলন্ত মোবাইলে।
সোর্স: জুম বাংলা