বাংলাদেশ

পাকিস্তানে জিম্মি ট্রেনে নিরাপত্তা বাহিনীর অভিযান সম্পন্ন, ৩৩ হামলাকারীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বুধবার জানিয়েছেন বেলুচিস্তানে হাইজ্যাক হওয়া জাফর এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তা বাহনীর অভিযান শেষ হয়েছে। এর পাশাপাশি ঘটনাস্থলে থাকা ৩৩ হামলাকারীর সবাই নিহত হয়েছেন।

বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

স্থানীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ১১ মার্চ বোলানে সন্ত্রাসীরা দুপুর ১টার দিকে একটি রেললাইন লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় এবং জাফর এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেয়। রেলওয়ে কর্মকর্তাদের মতে, ট্রেনটিতে ৪৪০ যাত্রী ছিলেন।

হামলার পরপর এর দায় স্বীকার করে নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তবে সাক্ষাৎকারে এ বিষয়টি উল্লেখ করেননি তিনি।

ডনের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ট্রেনটিতে জিম্মি সব যাত্রীকেই উদ্ধার করা হয়েছে। নিহত ২১ যাত্রীর সবাইকে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরুর আগেই হত্যা করে সন্ত্রাসীরা। এছাড়াও পাকিস্তান ফ্রন্টিয়ার কর্পসের চার সদস্য অভিযান চলাকালে নিহত হন।

নোয়াখালীতে বার্ষিক হাটবাজার ইজারা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১২

মহাপরিচালকের এমন বক্তব্যের পরপরই প্রকাশিত এক বিবৃতিতে হামলার পেছনে আফগানিস্তানে থাকা সন্ত্রাসী গোষ্ঠীর হাত আছে বলে অভিযোগ করে পাকিস্তান আইএসপিআর। ওই বিবৃতিতে বলা হয়, পাকিস্তান আশা করে যে অন্তর্বর্তী আফগান সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের জন্য তাদের ভূখণ্ড ব্যবহারের বিষয়ে সচেতন থাকবে।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button