বাংলাদেশ

পুলিশ বাহিনী রাজনৈতিক আনুগত্যের কারণে কলঙ্কিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ‘‘৫ আগস্টের আগে আমাদের কী অবস্থা ছিল আপনারা জানেন। আমাদের কিছু সদস্য এবং মোস্টলি সিনিয়র অফিসারদের অতি উৎসাহ ও রাজনৈতিক আনুগত্যের কারণে পুরো পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে।’’

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্প পুলিশ-২ এর ইউনিটের বিশেষ কল্যাণ সভায় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘‘সরকারি কর্মচারী হয়ে পুলিশের কিসের রাজনৈতিক আনুগত্য থাকবে? কিছুসংখ্যক পুলিশের উচ্চাভিলাষী ও অন্ধ আনুগত্যের কারণে আমাদের জীবন দিতে হয়েছে। এই দায়ভার যিনি জীবন দিয়েছেন তার নয়। এই দায়ভার যিনি অর্ডার করেছেন তার, তাকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। পাশাপাশি যিনি বাধ্য অর্ডার পালন করেছেন, তিনি আদালতে ন্যায়বিচার পাবেন বিশ্বাস করি।’’

এ সময় শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘শ্রমিক ভাইদের বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা শিল্প কারখানায় ভাঙচুর করবেন না। কোনো গুজবে কান দেবেন না। আর যারা গুজবে কান দিয়ে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

সড়ক অবরোধ ও ঈদযাত্রা নিয়ে আইজিপি বলেন, ‘‘শ্রমিক ভাইদের কাছে অনুরোধ, দাবি আদায়ে রাস্তা আটকাবেন না। রাস্তা আটকালে লক্ষ লক্ষ মানুষের কষ্ট হয়। ঈদযাত্রায় কোনো বিঘ্ন সৃষ্টি করবেন না। মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ।’’

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মো. ছিবগাত উল্লাহ সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান প্রমুখ।

কালীগঞ্জে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button