বাংলাদেশ

ফেনী-নোয়াখালী যাচ্ছে ২৫০ বোট: সমন্বয়ক নুসরাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত জানিয়েছেন, বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে ৫০টি বোট ফেনী-নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে। সারাদিনে আরও ২০০ বোট যাবে।

বৃহস্পতিবার এক পোস্টে তিনি এ কথা জানান।

তিনি বলেন, উপদেষ্টা নাহিদ ইসলাম বন্যা কবলিত এলাকায় ইন্টারনেট ফ্রি রাখবেন। একই সঙ্গে সারাদিন টিএসসিতে গণত্রাণ সংগ্রহ চলবে। শুকনা খাবার (মুড়ি, চিড়া, বিস্কিট), স্যালাইন বা অন্যান্য জরুরি জিনিস কেউ দিতে চাইলে সেসব নিয়ে আসতে পারেন।

এদিকে, বুধবার (২১ আগস্ট) দিবাগত রাতে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ফ্রি টকটাইম ও ইন্টারনেট সুবিধার কথা ঘোষণা দিয়েছে দেশের ৪টি অপারেটর কোম্পানি (গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button