বাংলাদেশ

নিজেকে বিয়ে করা নারী এখন ডিভোর্সি, খুঁজছেন পুরুষ

নিজেকে বিয়ে করেও সম্পর্ক টেকাতে পারলেন না এক নারী। মাত্র এক বছরের মাথায় বৈবাহিক সম্পর্কের ইতি টানতে হলো তাকে। এখন আবারও বিয়ের স্বপ্ন দেখছেন। তবে এবার তিনি স্বামী হিসেবে একজন পুরুষ খুঁজছেন।

গত বছর সুয়েলেন কেরি নামের ওই নারী লন্ডনে নিজের সাথে গাঁটছড়া বাঁধেন। ৩৬ বছর বয়সী কেরির জন্ম ব্রাজিলে। লন্ডনে বসবাস করা এ মডেল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা প্রায় সাড়ে চার লাখ। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর বিয়ের পোশাকে ছবি আপলোড দিয়ে নিজেকে নিজে বিয়ের খবর জানান। তখন তার ফলোয়ারদের মধ্যে ঘটনাটি আলোড়ন তুলেছিল।

ভারতীয় সংবাদমাধ্যম উইঅন-এর এক প্রতিবেদনে বলা হয়, ডিভোর্স নিয়ে কেরি যুক্তরাজ্যের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। কেরি বলেছেন, নিজেকে বিয়ে করার পরে কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। একটি চক্র কখন শেষ করতে হবে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্ক টিকিয়ে রাখতে তিনি নিজের জন্য নিখুঁত হতে পারেননি। এমনকি নিজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধতার চ্যালেঞ্জও ছিল। যেমন, সব সময় স্বামী (নিজ) সঙ্গে থাকায় সারাক্ষণ নিখুঁত হওয়ার প্রত্যাশা কাজ করছিল।

নিজেকে বিয়ে করাকে সোলোগামি বলে চিহ্নিত করা হয়। বিশ্বের প্রায় সব দেশে এটি অদ্ভূত এবং নিষিদ্ধ (ট্যাবু) আচরণ। অনেকে সোলোগামিকে রোগ হিসেবে বর্ণনা করে রোগীর চিকিৎসার কথা বলেন। বাংলাদেশের মতো মুসলমান দেশগুলোতে সোলোগামি বিকৃত যৌনাচার। বিষয়টি অনেকটা হস্তমৈথুনের সমান।

কেরিও নিজেকে বিয়ের পর একাকিত্ব বোধ করতে থাকেন। এমনকি সম্পর্ক টেকাতে তিনি থেরাপি নিয়েছেন বলে জানা গেছে। তবে সেটি তার মনকে স্থির করতে পারেনি। নিজের সঙ্গে নিজের দাম্পত্য কলহ চলতে থাকে। এক পর্যায়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেন। সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আবারও বিয়ের ইচ্ছার কথা জানান। কেরি লিখেন, এবার তিনি স্বামী (পুরুষ) খুঁজছেন।

কেরি বলেন, আমি বুঝতে পেরেছিলাম যে- একাকী বিয়ে আমার নিরাময় এবং আত্ম-আবিষ্কারের একটি প্রক্রিয়া ছিল। কিন্তু আমি এটাও বুঝেছিলাম যে- বয়সের সঙ্গে মানবিক বৃদ্ধি আমাদের বিভিন্ন দিকে নিয়ে যেতে পারে।

Post navigation

সোর্স: দৈনিক দিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button