সাকিবকে নিয়ে এ কি বললেন ভারতীয় ক্রিকেটার কার্তিক

ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বর্ণাঢ্য ক্যারিয়ারে বাংলাদেশ দলকে বহুবার সাফল্য এনে দিয়েছেন সাকিব। ব্যাটে-বলে, মাঠের ফিল্ডিং হোক বা যেভাবেই হোক দলে অবদান রাখার মাধ্যমেই এগিয়েছে সাকিবের ক্যারিয়ার।
বিশাল রূপকথার গল্প কিংবা কোনো মহাকাব্যের মত করেই এগিয়েছে সাকিবের ক্যারিয়ার। সাকিবের সাথে সাথে একটু একটু করে এগিয়েছে বাংলাদেশের ক্রিকেটও। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অধ্যায়টা অবশেষে শেষ পৃষ্ঠায় চলে এসেছে। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন সাকিব, ওয়ানডেটাও ছেড়ে দিবেন চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই। দক্ষিণ আফ্রিকা সিরিজে দেশে ফিরে খেলতে না পারলে কানপুর টেস্টই সাকিবের শেষ।
কানপুর টেস্টে খুব একটা ভালো ছড়াতে পারেননি সাকিব। বল হাতে প্রথম ইনিংসে নিয়েছেন ৪ উইকেট, তবে ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। যদিও ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমানের জনপ্রিয় ধারাভাষ্যকার, ক্রিকেট বিশ্লেষক দীনেশ কার্তিক সাকিবকে এই ম্যাচ দিয়ে বিবেচনা করতে চান না। তার মতে, ক্যারিয়ারজুড়ে বাংলাদেশের হয়ে সাকিব যা করেছেন, তা এককথায় অসাধারণ। তার কাঁধে চড়ে অনেক দূর এগিয়েছে টাইগার ক্রিকেট।
কানপুর টেস্ট শেষে ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজকে কার্তিক বলেন, ‘আমার মনে হয় না এই টেস্ট সিরিজ তার পরিচয় প্রকাশ করছে। সে বছরের পর বছর ধরে বাংলাদেশের হয়ে যা করেছে কেউ এটা তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সে বাংলাদেশকে ক্রিকেটের মানচিত্রে স্থান দিয়েছে। ক্যারিয়ারে অনেক উঠানামার মধ্যে দিয়ে গেছে সে। সকালে সে জানিয়েছে আমাকে, সে এমন একজন হিসেবে থেকে যেতে চায় যে অনেক পরিশ্রম করেছে, নিজের সর্বস্ব দলের জন্য দিয়েছে পরিশ্রম করে গেছে। আমার মনে হয় সে এই লিগ্যাসিটা রেখে যাবে। বাংলাদেশের অনেক তরুণ ছেলে-মেয়ের জন্য সে নায়ক। দারুণ করেছে সে। এই সিরিজ তার সেরার ধারেকাছেও ছিল না। তবে সে এমন একজন ছিল যার কাঁধে বাংলাদেশের ভাগ্য ছিল। সে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে। সে আসার পর বাংলাদেশের ক্রিকেট যে অবস্থানে ছিল সে চলে যাওয়ার সময় আরও ভালো অবস্থানে এটিকে রেখে যাচ্ছে। একজন প্লেয়ারের কাছ থেকে তো এটিই চাইতে পারেন আপনি। আমি তাকে অনেক শুভকামনা জানাচ্ছি।’
কার্তিক আরও বলেছেন, ‘আমার মনে হয় সে (সাকিব) চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে, ওয়ানডে খেলে যাবে। কতদিন খেলবে তা সময় বলবে। তবে দারুণ সফল ক্যারিয়ার। বাংলাদেশের গর্বিত হওয়া উচিত তারা সেরা একজন অলরাউন্ডারকে পেয়েছে দলে অনেক দিন ধরে।’
এছাড়া টেস্টে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে মুশফিকুর রহিম এবং লিটন দাসদের উপরে খেলতে দেখতে চান কার্তিক। তিনি জানান, ‘(মুশফিক, লিটনের উপরে ব্যাট করা উচিত কিনা?) ১০০%। আমি জানি না কেন মুশফিকুর কেন হাত তুলে বলছে না যে আমি ৩ বা ৪ নম্বরে ব্যাট করতে চাই। এখানে ৫ এ ব্যাট করার কোনো মানে নেই। যদি আপনি সেরা ব্যাটার হন তাহলে ৩ বা ৪ এ ব্যাট করার উচিত। যদি এমন হয় যে আপনি ৫ এ ব্যাট করে সাচ্ছ্বন্দ্যবোধ করছেন তাহলে এটা আপনার দলকে ভোগাচ্ছে। কারণ আপনি ভালো প্লেয়ার পেস এবং স্পিনের বিপক্ষে। ফলে মুশফিকুরের উচিত নিজ থেকে বলা যে, আমি উপরে ব্যাট করতে চাই। সবচেয়ে কঠিন বোলিং মোকাবিলা করতে চাই। ৫ নম্বরে খেললে অনেক চাপ থাকে। এটা সবসময় করা কঠিন। যদি আপনার হাতে সুযোগ থাকে খেলা নিয়ন্ত্রণ করার, ৩ বা ৪ এ ব্যাট করার তাহলে আমি মনে করি এটা নেওয়া উচিত। আমি তাকে উৎসাহ দেব এটা করতে অথবা কোচকে বলতে চাইব তাকে উপরে খেলিয়ে দেখতে। যদি কাজে দেয় তাহলে তো ভালোই। এরপর কাজ করছে কিনা তা দেখে সিদ্ধান্ত নিন।’
বর্তমানে টেস্টে তিনে ব্যাট করেন শান্ত। সেখানে মুশফিককে খেলিয়ে শান্তকে ৫ নম্বরে দেখতে চান কার্তিক, ‘(নাজমুল হোসেন) শান্ত ৫ এ ব্যাট করতে পারবে ভালোভাবেই। স্পিন ভালো খেলে, আগ্রাসীও। মুশফিকুর যদি চায় উপরে খেলতে আমার মনে হয় না কেউ তাকে আটকাবে। আমার মনে হয় তার এটা করা উচিত টেস্ট খেলে যেতে চাইলে। কারণ বাংলাদেশ টপ অর্ডারে কিছুটা সংগ্রাম করছে। এর ফলে বাংলাদেশও আরও অনেক সাফল্য আনতে পারবে।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দুই ম্যাচেই হেরে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
Source: দেশি নিউজ