প্রধান উপদেষ্টা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়েছিলেন জুলাই বিপ্লবীদের আঁকা গ্রাফিতি সশরীরে দেখতে কিন্তু সেই পরিদর্শন স্থলের আশেপাশে ঢাবির ভিসি স্যারকে দেখলাম না। অবশ্য প্রক্টর স্যার উপস্থিত ছিলেন।
অন্তত পক্ষে সামাজিক মাধ্যম এবং মুলধারার মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে তাই দেখা গেছে।
এটা যদি বাস্তবিকই হয়ে থাকে এবং পরিকল্পনা মাফিক হয়ে থাকে তাহলে এটাই কাম্য। কারণ প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছেন গ্রাফিতি দেখতে বিশ্ববিদ্যালয়ের কোন একাডেমিক কাজ বা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কোন কাজে তো নয়।
প্রক্টর স্যার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বা বিশ্ববিদ্যালয়ের প্রধান শৃঙ্খলা কর্মকর্তা হিসেবে সেখানে থাকবেন ঠিক আছে কিন্তু বিগত দিনের মত একজন মোসাহেব ভিসি সেখানে ঘোরাঘুরি করবেন, প্রটোকল দিবেন সেটা নতুন যুগে কামনা করছি না।
নতুন যুগে শুধু ভিসি স্যাররা নন সকল শিক্ষকগণই মেরুদণ্ডওয়ালা হয়ে উঠুক এই কামনা করি।
© হোসাইন আলমগীর