বাংলাদেশ
কতিপয় ছাত্রনেতাদের কথায় চললে ছয় মাসের মধ্যেই চলে যেতে হবে: নুর
কতিপয় ছাত্রনেতাদের কথায় চললে ছয় মাসের মধ্যেই চলে যেতে হবে: নুর ডেস্ক রিপোর্ট প্রকাশঃ ২৬ অক্টোবর, ২০২৪
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠিত হলেও সরকার সব প্রত্যাশা ও দাবি পূরণে ব্যর্থ। একই সঙ্গে জাতীয় সরকার গঠন না করায় এই সরকার পদে পদে বাধার মুখে পড়ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, কতিপয় ছাত্রনেতাদের কথায় রাষ্ট্র পরিচালনা করলে ছয় মাসের মধ্যেই চলে যেতে হবে।
কুমিল্লার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে রাজধানীর উত্তরায় ছাত্র-জনতার জুলাই বিপ্লবে আহত ও নিহতদের স্মরণে দোয়া, স্মৃতিচারণ ও সমাবেশ এসব কথা বলেন তিনি।
সূত্র: dailycomillanews