আফগান সিরিজে সাকিবকে নিয়ে ছলাকলা, সরাসরি বিসিবিকে নিয়ে মুখ খুললেন সাকিব
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে চেয়েও পারেননি সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগার অলরাউন্ডারের খেলা নিয়েও তৈরী হয়েছে অনিশ্চয়তা।
প্রোটিয়াদের বিপক্ষে ঢাকা টেস্ট দিয়ে সাদা জার্সিকে তুলে রাখার ইচ্ছার কথা জানিয়েছিলেন সাকিব। সেকারণে যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। কিন্তু নিরাপত্তা ইস্যুর কারণে দুবাই থেকে ফিরে যেতে হয়েছে তাকে। যার কারণে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে সাকিব ছিলেন দর্শকের ভূমিকায়।
টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডে চালিয়ে যাবেন সাকিব। যতদূর জানা গেছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এই ফরম্যাটকে বিদায় জানাতে পারেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। তবে তার আগেই তার খেলা নিয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা।
আগামী ৯ নভেম্বর দুবাইয়ে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তবে এই সিরিজে খেলার বিষয়ে এখনো কোনো কিছুই জানেন না সাকিব। রশিদ খানদের বিপক্ষে ৫০ ওভারের ফরম্যাটে টাইগার অলরাউন্ডার খেলবেন কিনা তিনি নিজেও জানেন না। তবে তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত বিসিবির পক্ষ থেকেই আসা উচিত বলে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট “ক্রিকবাজ’কে জানিয়েছেন সাকিব।
টাইগার অলরাউন্ডার বলেন, ‘আমি কীভাবে বলব (আমি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলব কি না) বিসিবিকে এটা বলা উচিত।’
সাকিবের কথা থেকে বোঝা যায় তিনি খেলার জন্য প্রস্তুত আছেন। তবে টাইগার অলরাউন্ডারের আফগানিস্তান সিরিজে খেলার বিষয়টি নির্ভর করছে বিসিবির ওপর। যদি সাকিব স্কোয়াডে থাকেন, তাহলে বিদেশ থেকে দলের সাথে যোগ দেবেন টাইগার অলরাউন্ডার।
The post আফগান সিরিজে সাকিবকে নিয়ে ছলাকলা, সরাসরি বিসিবিকে নিয়ে মুখ খুললেন সাকিব appeared first on Update News.