বাংলাদেশ

কুমিল্লায় ক্লাসে ১৫ স্কুলছাত্রী অসুস্থ

কুমিল্লায় ক্লাসে ১৫ স্কুলছাত্রী অসুস্থ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ক্লাস চলাকালে অন্তত ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তারা সবাই নবম শ্রেণির ছাত্রী। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলার বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ ছাত্রীদের মধ্যে সাতজনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেশি অসুস্থরা হলেন, মাহী ইসলাম, স্বপ্না আক্তার, মীম আক্তার, মহিমা আক্তার ও ইসরাত জাহান।

শিক্ষার্থী ইসরাত, মীম, ও নুসরাত জানান, গত মাসে নবম শ্রেণির তিন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়। তাদের তিনজনের মধ্যে আজ দুজন ক্লাসে উপস্থিত হয়। একপর্যায়ে ক্লাস চলাকালে এক শিক্ষার্থী জ্ঞান হারিয়ে পড়ে যায়। তাকে ধরাধরি করে মাথায় পানি দেওয়ার সময় পরপর আরও কয়েকজন শিক্ষার্থী জ্ঞান হারায়।

দেবিদ্বার উপজেলা স্বাস্থা কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম মুন্সী বলেন, শিক্ষার্থীরা হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। এটি এক ধরনের মানসিক রোগ। তাদের মধ্যে যারা বেশি অসুস্থ, তাদের অক্সিজেন দেওয়া হয়েছে এবং সকল শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা বলেন, অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি আশা করেন, দ্রুত তারা সুস্থ হয়ে উঠবে।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button