২০ বছর পরই ইউরোপ দখল করবে মুসলিমরা
অনেক বছর আগে মারা গেছেন তিনি। মৃত্যু হলেও তাকে নিয়ে আলোচনার শেষ হয়নি। বিশেষ করে তার দেওয়া ভবিষ্যদ্বাণী নিয়ে এখনো চলে জোর আলোচনা-সমালোচনা। দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের টুইনটাওয়ারে সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, রাশিয়ার চেরনোবিল পারমাণবিক বিপর্যয় এবং হালের করোনা মহামারির মতো আলোড়ন সৃষ্টিকারী বিভিন্ন ঘটনার বিষয়ে তিনি ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন।
শুধু তাই নয়, দুয়ারে কড়া নাড়া ২০২৪ সাল নিয়েও নাকি করে গেছেন ভয়ংকর ভবিষ্যদ্বাণী। এতক্ষণ যাকে নিয়ে বলা হলো তিনি হলেন বাবা ভাঙ্গা। তিনি বলকানের নস্ত্রাদামুস খ্যাত বুলগেরিয়ার এক রহস্য নারী। মাত্র ১২ বছর বয়সে একটি ঝড়ের কবলে পড়ে তিনি অন্ধ হয়ে যান। অন্ধ হলেও সেই ঝড়ের পর থেকেই ভবিষ্যদ্বাণী করা মতো অলৌকিক ক্ষমতা লাভ করেন তিনি।
কথিত আছে, বুলগেরিয়ান তৃতীয় জার বরিস ও সোভিয়েত ইউনিয়নের নেতা লিওনিড ব্রেজনেভের মতো বিশ্বনেতারা তার পরামর্শ নিতেন। ১৯৯৬ সালে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় এই রহস্যময়ী নারীর মৃত্যু হয়।
এবার আবার আলোচনায় এসেছেন বুলগেরিয়ার রহস্যময় নারী। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, মাত্র ২০ বছর পরই মুসলিম শাসনের অধীনে চলে যাবে ইউরোপ। এছাড়া ২০৭৬ সালের মধ্যে বিশ্বব্যাপী কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভাঙ্গা বাবার ভবিষ্যদ্বাণী অনুসারে, পৃথিবীর ধ্বংস শুরু হবে ২০২৫ সালে। এর ১৮ বছরের মধ্যে অর্থাৎ ২০৪৩ সালে মুসলিম রাষ্ট্রগুলো ইউরোপ জয় করবে। কেবল তাই নয়, আগামী বছর থেকে পৃথিবীতে এলিয়েনের আনাগোনা শুরু হবে। এরপর ২০৭৬ সালে বিশ্বব্যাপী কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হবে।
কেবল ভাঙ্গা বাবা নন, একই ধরনের ভবিষ্যদ্বাণী করেছেন ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুসও। একই ধরনের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। তার ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৫ সালে ইউরোপজুড়ে বিরাট যুদ্ধ ও সংঘাতের সৃষ্টি হবে।
ভাঙ্গা বাবা বা নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তাদের কথা বিশ্বাস করা যায় কিনা তা নিয়েও রয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে কথিত রয়েছে যে, তাদের অনেক ভবিষ্যদ্বাণী সঠিক হয়েছে।
সোর্স: দৈনিক দিগন্ত