সাইন্সল্যাব ছাড়ার আগে নতুন আল্টিমেটাম শিক্ষার্থীদের
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ে নতুন বিশ্ববিদ্যালয় করতে কমিশন গঠনের আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার দ্বিতীয় দিনের মতো আন্দোলনের পর এমন আল্টিমেটাম দেয় তারা।
জানা যায়, সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় করতে কমিশন গঠনে শিক্ষার্থীরা আগামী শনিবার পর্যন্ত সময় বেঁধে দেয়। এর ব্যত্যয় ঘটলে রোববার থেকে নতুন কর্মসূচির কথাও জানায় তারা।
এর আগে, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ৩ দফা দাবিতে আজ বেলা ১১টার দিকে দ্বিতীয়দিনের মতো সায়েন্সল্যাব মোড়ের সবকটি সড়ক অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়তে হয়। শিক্ষার্থীরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে দ্বিতীয়দিনের মতো ব্লকেড কর্মসূচি পালন করে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বেলা ১১টা থেকে শুরু হয় দ্বিতীয় দিনের কর্মসূচি। রাস্তা আটকে বসে পড়েন তারা।
শিক্ষার্থীরা জানায়, সাত কলেজের একাডেমিক বিষয় দেখভাল করে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর প্রশাসনিক বিষয় দেখে মন্ত্রণালয়। এতে তৈরি হয়েছে শিক্ষক ও বাজেট সংকটসহ নানা সমস্যা। বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করা না হলে তাদের এই আন্দোলন চলমান থাকবে।