আজ ৬৪ জেলায় সনাতন জাগরণ মঞ্চের সমাবেশের ঘোষণা
সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পু-রীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আজ শুক্রবার ৬৪ জেলায় বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশ থেকে সনাতন জাগরণ মঞ্চ এই কর্মসূচি ঘোষণা করে।
চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তারা রাষ্ট্রদ্রোহ মামলাটি প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে অজপানন্দ মহারাজ, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস মহারাজ, দারু ব্রহ্মচারী, সুচারু ব্রহ্মচারী, জুয়েল আইচ প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, লালদীঘি মাঠে জনসমুদ্র দেখে ভীত হয়ে সনাতনীদের দাবিয়ে রাখতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আট দফা দাবিতে সনাতন জাগরণ মঞ্চ বিভাগীয় সমাবেশ অব্যাহত রাখবে।
বক্তব্যে স্বতন্ত্র গৌরাঙ্গ দাস মহারাজ বলেন, আমরা সোমবার পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি মামলা প্রত্যাহারের। এই মিথ্যা মামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে ৬৪ জেলায় সমাবেশ হবে। চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশ করব। রোববার জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হবে। সোমবারের মধ্যে মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।