বাংলাদেশ

কুমিল্লার প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ ডা. মবিন খান আর নেই

কুমিল্লার প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ ডা. মবিন খান আর নেই

দেশের প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. মবিন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মবিন খান লিভার সেন্টার কর্তৃপক্ষ মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

জানা গেছে, বার্ধক্যজনিত রোগ ছাড়াও ডায়াবেটিস ও পারকিনসন রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রথিতযশা এই চিকিৎসক।

সদ্যপ্রয়াত ডা. মবিন খান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তাকে ‘ফাদার অব হেপাটোলজি ইন বাংলাদেশ’ অর্থাৎ ‘বাংলাদেশে হেপাটোলজির জনক’ বলা হয়ে থাকে।

অধ্যাপক ডা. মবিন খানের জন্ম ১৯৪৯ সালে। লিভার বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির সভাপতি ছিলেন তিনি। দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে লিভার রোগ গবেষণায় অশেষ অবদান রয়েছে তার।

অধ্যাপক ডা. মবিন খানের নামাজে জানাযা আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১টায় বিএসএমএমইউ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বাংলাদেশের ফাদার অফ হেপাটোলজি খ্যাত অধ্যাপক ডা. মবিন খানের মরদেহ কুমিল্লার কালীরবাজার এলাকার আনন্দপুর গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button