বাংলাদেশ

মেট্রোরেলে আগুন ও পুলিশ হত্যা নিয়ে বক্তব্য দেওয়া সমন্বয়ককে শোকজ

মেট্রোরেলে আগুন ও পুলিশ হত্যা নিয়ে বক্তব্য দেওয়া সমন্বয়ককে শোকজ

মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ হত্যা নিয়ে এক বেসরকারি টেলিভিশনে আপত্তিকর বক্তব্য দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে শোকজ করা হয়েছে। আজ রবিবার (০২ নভেম্বর) মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসিব আল ইসলাম (সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) বেসরকারি টেলিভিশনে এক টকশোতে মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

এতে আরও বলা হয়, হাসিব আল ইসলামকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার আপত্তিকর মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা প্রদনের নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম দেশের একটি বেসরকারি টিভিতে টকশোতে অংশ নিয়ে বলেন, ‘মেট্রোরেলে আগুন, পুলিশকে হত্যা না করা হলে এতো সহজে বিপ্লব অর্জন করা যেত না।’ এ টকশোতে আরও অংশ নিয়েছিলেন বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button