বাংলাদেশ

আওয়ামী লীগ একটা মাফিয়া লীগ

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের বিচার দাবি করেছেন। গত বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

শারমিন আহমদ বলেন, মাফিয়াতন্ত্রের সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার করে, পরিচ্ছন্ন কারোর হাতে নেতৃত্ব দিলে এক বা দুই যুগ পর আওয়ামী লীগ আবার দেশে রাজনীতির মাঠে ফিরে আসতে পারে। তবে আপাতত এ ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার পর শারমিন আহমদের মা জোহরা তাজউদ্দীন আওয়ামী লীগের হাল ধরে বিলুপ্তির হাত থেকে দলটিকে রক্ষা করেন। এ ঘটনার প্রতি ইঙ্গিত করে শারমিন আহমদ বলেন, আমার মা দলের হাল ধরেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সে দলটি হাইজ্যাক হয়ে গেল এবং একটি পরিবারের হাতে বন্দি হয়ে গেল। এবারের প্রেক্ষাপটটি কিন্তু আরও ভিন্ন। কারণ, গণঅভ্যুত্থানের সময় এবার এ দলটির হাতে এত এত তরুণের মৃত্যু, জনগণের মৃত্যু, মানুষের দেহে এখনও বুলেট। কাজেই আমরা কেন আওয়ামী লীগে যাব? এ আওয়ামী লীগ তো একটি মাফিয়া লীগ। এমন আওয়ামী লীগ আমরা কেন করব, যাদের মধ্যে কোনো অনুশোচনা নেই?

শারমিন আহমদ বলেন, আওয়ামী লীগের ভালো লোকগুলোকে একত্র করে, জনতার পাশে দাঁড়িয়ে মাফিয়া লীগের নেতৃত্বে যারা ছিল, তাদের বহিষ্কারের দাবি জানাতে হবে। আমি মনে করি, শেখ হাসিনা বা শেখ পরিবারের কারোরই আর রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নেই।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা ও সমালোচনা। সর্বত্র এখন দাবি উঠেছে যে দলটি এত মানুষ খুন করলো। তাদের কেন এখনও রাজনীতি নিষিদ্ধ করা হয় না। এমনকি কারো তো ফাঁসির কাষ্ঠে উঠানোর প্রক্রিয়া নেই।

মো. লিমন নামে একজন ফেসবুকে লিখেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার একদিন হবেই। আফসোস লীগ করে কোনো লাভ নেই। যার কর্ম তাকে ভোগ করতেই হবে।

আবু রায়হান নামে একজন লিখেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য অনুরোধ করছি।

নাফিসা বিনতে রফিক নামে একজন ফেসবুকে লিখেছেন, স্বৈরাচার হাসিনার বিচার দ্রুত বাস্তবায়ন করা দরকার।

এছাড়া অসংখ্য নেটিজেনরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে। সেই সঙ্গে নেতাদের ফাঁসির দাবি জানিয়ে অনেকে ফেসবুকে পোস্ট করেছেন।

সোর্স: দৈনিক দিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button