কুমিল্লার সাবেক এমপি বাহারের নতুন ছবি প্রকাশ্যে
কুমিল্লার সাবেক এমপি বাহারের নতুন ছবি প্রকাশ্যে
কুমিল্লার দানব খ্যাত সাবেক সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের নতুন ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ইব্রাহিম সোহেল নামের একটি ফেসবুক পেইজে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ছবিটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয় -‘আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। কুমিল্লার সাবেক সম্রাট আজ আসামি।’
ছবিটি কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক গ্রুপ ও সাংবাদিকদের গ্রুপে চালাচালি হচ্ছে। বিশেষ করে পলাতক বাহারের সমর্থকদের গ্রুপে এটি বেশি পাওয়া যাচ্ছে। তার উপর ক্ষুব্ধ তার সমর্থকরা ছবিটি নিয়ে নানান মন্তব্য নিজেদের মধ্যে আদান-প্রদান করছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সাবেক এমপি বাহার। পরে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের কলকাতায় আশ্রয় নেন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচনা। ভারতে পালানোর কিছুদিন পর বাহার ও সূচনার পৃথক দুটি ছবি প্রকাশ পায়। এ নিয়ে বেশ আলোচনা চলতে থাকে।
দীর্ঘদিন পর কলকাতায় পালিয়ে থাকা বাহারের আরো একটি ছবি প্রকাশ্যে এলো। এতে দেখা যায়, গায়ে সাদা শার্ট, বুক পকেটে চশমা। মাথায় কালো ক্যাপ পরিহিত বাহার কারো কাধে হাত রাখার ভঙ্গিতে বসে আছেন। তার মুখে ধবধবে সাদা দাড়ি। আত্মগোপনে যাওয়ার পর সাবেক এমপি বাহারের দাড়ির রঙও পাল্টে গেছে। আগে সবসময় বাহারের মুখে লাল দাড়ি শোভা পেলেও ৫ আগস্টের পর দাড়ি ছেটে ফেলেন তিনি। এরপর দাড়ির আকার বড় হলেও সেখানে আর লাল রঙ দেখা যায়নি। এছাড়াও দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভোগতে থাকা বাহারের চোখ দু’টিও সামান্য ছোট দেখা গেছে ছবিতে।
সূত্র: dailycomillanews