বাংলাদেশ

‘বোমা আরমান’ র‍্যাবের হাতে গ্রেপ্তার

‘বোমা আরমান’ র‍্যাবের হাতে গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের চাঞ্চল্যকর রাজ হত্যা মামলাসহ ৬টি মামলার অন্যতম প্রধান আসামি মো. আরমান ওরফে বোমা আরমানকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে জেনেভা ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ (৮ নভেম্বর) র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১ নভেম্বর জেনেভা ক্যাম্পে মাদক বিক্রি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় মো. আরমান ওরফে বোমা আরমান গ্রুপের ছোড়া বোমায় রাস্তায় রাজসহ আরও ১০ থেকে ১২ জন মানুষ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত রাজকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রাজের খালাতো বোন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শিহাব করিম আরও বলেন, মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি দল মো. আরমান ওরফে বোমা আরমানকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার করে।

র‍্যাব-২ এর এই সহকারী পুলিশ সুপার বলেন, আরমানকে ইতোমধ্যে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারেও চেষ্টা অব্যাহত রয়েছে।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button