বাংলাদেশ

মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অতঃপর…

নাটোরের সিংড়ায় জমি দখলকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষের অন্তত আটজন নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় এবং শুক্রবার (৮ নভেম্বর) সকালে দুই দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের জামতলী নিচাবাজার এলাকায় রাস্তার পাশের একটি জমির দখল নেওয়াকে ঘিরে ইতালি ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বিএনপি নেতা সাধু হাজি, জাহাঙ্গীর মেম্বার এবং চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া গ্রামের বিএনপি নেতা আবুল কালাম আজাদের গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাধু হাজি গ্রুপের সাইফুল (৩৫) ও জাহাঙ্গীর আলম লিটন এবং আবুল কালাম আজাদ গ্রুপের উজ্জ্বল হোসেন (৩৫) ও সাজ্জাদ মেম্বর আহত হন।

পরে বৃহস্পতিবারের ঘটনার জের ধরে শুক্রবার সকালে দুই গ্রুপ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্বিতীয় দফার এই সংঘর্ষে আজাদ গ্রুপের চারজন গুরুতর জখম হন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ওসি আসমাউল হক কালবেলাকে বলেন, দুই গ্রুপের কেউ এ পর্যন্ত লিখিত অভিযোগ করেননি। সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোর্স: দৈনিক দিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button