সেনা কল্যাণের প্রতিষ্ঠান ও এটিএম বুথ ভাঙচুর করল রিকশাচালকরা
সেনা কল্যাণের প্রতিষ্ঠান ও এটিএম বুথ ভাঙচুর করল রিকশাচালকরা
সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন সংশ্লিষ্টরা। এ সময় আন্দোলনকারীরা রেললাইনে বসে পড়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
এ অবস্থায় তাদের সরিয়ে দিতে সেনাবাহিনী ধাওয়া দিলে মহাখালী সেনা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠান এসকেএস শপিং সেন্টার এবং একটি ব্যাংকের এটিএম বুথে ভাঙচুর চালান ব্যাটারিচালিত রিকশা চালকরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সরেজমিন দেখা যায়, অটোরিকশা চালকরা মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন করছেন। তাদের অবস্থানের কারণে তীব্র যানজট লেগে জনগণের ভোগান্তির সৃষ্টি হয়েছে। তাদের সড়ক থেকে সরে যেতে বললে তারা উলটো পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ অবস্থায় তাদের সেখান থেকে সরিয়ে দিতে সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া দেন। এসময় আন্দোলনকারীরা এসকেএস শপিং কমপ্লেক্সে হামলা ও এটিএম বুথে ভাঙচুর করেন রিকশাচালকরা। এ সময় তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেন বহিরাগতরা।
এর আগে গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
আদালতের ওই নির্দেশনার পর পরের দিন বুধবার (২০ নভেম্বর) রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশাচালকরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রিকশাচালকরা ওইদিন কয়েক ঘণ্টা রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে আন্দোলন করেন। তাতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
সূত্র: dailycomillanews