বাংলাদেশ

কুমিল্লায় যুবদলের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

কুমিল্লায় যুবদলের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

কুমিল্লার নাঙ্গলকোটে যুবদলের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পেরিয়া বাজারে এ সংঘর্ষ হয়।

সূত্রের তথ্যমতে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থিত যুবদলের কর্মী সম্মেলন শুক্রবার বিকেলে পেরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

একইদিন বিকেলে একই স্থানে বিক্ষোভ মিছিলের ডাক দেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থকরা। এ কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

বিকেলে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষের নেতাকর্মীরা কর্মী সম্মেলনের জন্য জড়ো হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতা ও আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থক আবু সায়েম আজাদ অভিযোগ করেন, তার প্রতিপক্ষ দলের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে হামলা করিয়েছে।

‘তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এসে আমাদের ওপর হামলা চালিয়ে আমাদের নেতাকর্মীদের আহত করেছে,’ বলেন তিনি।

‘মোবাশ্বের আলম ভূঁইয়ার লোকজন শান্ত পেরিয়াকে অশান্ত করেছে। আজ থেকে পেরিয়াতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’

নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনির বলেন, ‘শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম শেষ করে আসার পথে মুখোশধারী কিছু লোক আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।’

এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ বলেন, ‘শুক্রবার আমাদের প্রোগ্রাম ছিল। আমি প্রোগ্রামের প্রধান অতিথি ছিলাম। প্রোগ্রাম করেছি, কোনো হামলার ঘটনা ঘটেনি।’

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button