বাংলাদেশ

Vivo Y-Series: 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ 5G ফোন

আপনি যদি লেটেস্ট 5G Smartphone কিনবেন ভাবছেন তবে এটাই সুযোগ। আসলে Vivo কোম্পানি তার লেটেস্ট স্মার্টফোনের দাম একবারে কমিয়ে দিয়েছে। কোম্পানির Y-Series এর ফোনটি দাম কমে 15000 টাকার কম হয় গেছে। ফিচারের কথা বললে, এতে 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি, 8GB RAM মতো ফিচার দেওয়া হয়েছে। আসুন ভিভো ফোনের দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y58 5G স্মার্টফোনের দাম হল কমভারতীয় বাজারে ভিভো ওয়াই58 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলে লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় ভিভো ফোনটি 19,499 টাকায় বাজারে এসেছিল। তবে সম্প্রতি কোম্পানি এই ফোনের দাম 1000 টাকা কমিয়ে দিয়েছে। দাম কম হওয়ার পর ফোনটি মাত্র 18,499 টাকায় বিক্রি হচ্ছিল।

তবে এখন কোম্পানির ওয়েবসাইট এই ফোনটি 17,499 টাকায় লিস্ট করা রয়েছে। গ্রাহকরা HDFC, ICICI, SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 750 টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন।

এই দামে ভিভো ওয়াই58 5জি ফোনটি কেন কিনবেন?আপনি যদি 15 হাজার থেকে 20 হাজার দামে একটি ভাল স্মার্টফোন কিনতে চাইছেন তবে ভিভো ওয়াই58 5জি ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। কোম্পানির এই ফোনটি জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল,যা 5G সাপোর্ট করে। ভিভো ফোনে Snapdragon 4 Gen 2 চিপসেট দেওয়া যা দুর্দান্ত পারফরম্যান্স অফার করে।

এছাড়া, কোম্পানি এতে দীর্ঘ ব্যাটারির জন্য 6000mAh ব্যাটারি অফার করা হয়েছে। ফটোগ্রাফির ক্ষেত্রে এতে 50MP ক্যামেরা পাওয়া যাবে।

ভিভো ওয়াই58 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছেডিসপ্লে: ভিভো ওয়াই58 5জি ফোনে 6.72-ইঞ্চির বড় FHD+ HD LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে ভিভো ফোনে কোয়ালকম Snapdragon 4 Gen 2 চিপসেট অফার করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ওয়াই58 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। এতে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP দ্বিতীয় সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে ভিভো ওয়াই58 5জি ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি চার্জ করতে এতে 44W ফাস্ট চার্জিং পাওয়া যাবে।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button