বাংলাদেশ

অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

ডেস্ক রিপোর্ট:

আবারো গণপিটুনির ঘটনায় একজনের মৃত্যুর খবরে উত্তপ্ত পার্বত্য জেলা খাগড়াছড়ি। এ ঘটনায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে গতকাল সোমবার দুপুর থেকে কয়েক দফায় সংঘর্ষ ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

স্থানীয় এক সংবাদকর্মী বলেন, দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুলের শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে একই প্রতিষ্ঠানের পাহাড়ি শিক্ষার্থীরা।

স্থানীয়রা ওই সাংবাদিককে জানান, বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল। পরে সে মামলা থেকে খালাসও পেয়েছিলেন মি. রানা।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে ওই স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়লে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জেলা শহরের টেকনিক্যাল স্কুল কলেজসহ বেশ কয়েক জায়গায় পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষও হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর ও আগুন লাগিয়ে দেয়া হয়েছে।

জেলা প্রশাসক সহিদুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Source: দেশি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button