বাংলাদেশ

যে কারণে পেছাল অস্কার মনোনয়নের কার্যক্রম

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় অভিজাত এলাকায় ভয়াবহ দাবানলে আগুনের ভয়াবহতা বাড়ছেন। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এবার লস অ্যাঞ্জেলেসে দাবানলে আগুনের ঘটনায় কারণে পেছাল অস্কারের কার্যক্রম।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, অস্কার মনোনয়নের জন্য সময়সীমা আরো দু-দিন বাড়ানো হয়েছে। ১২ তারিখ পর্যন্ত ভোটের সুযোগ থাকলেও এখন তা ১৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। মনোনয়ন ঘোষণা করার কথা ছিল ১৭ জানুয়ারি। এখন তা পিছিয়ে ১৯ জানুয়ারিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে অনুষ্ঠান হবে আগামী ২ মার্চ।

এই দাবানলে অস্কারের সাবেক উপস্থাপক বিলি ক্রিস্টালসহ প্যারিস হিল্টন, জেমস উডস এবং মাইলস টেলারের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার এক চিঠিতে জানান, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানলে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানাই। আমাদের অনেক সদস্য ও শিল্পী এই এলাকার বাসিন্দা। আমরা তাদের কথা ভাবছি।

লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় অভিজাত এলাকায় ভয়াবহ দাবানলে ৩০ হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়েছেন। এই আগুন থেকে রক্ষা পেতে বাড়ি ছেড়েছেন হলিউড তারকারাও। দাবানলের আগুনে দের হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে। ফলে এক লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

রোজার সঙ্গে আমার পরিচয় ছিল আগে থেকেই: তাহসান

ভয়াবহ দাবানলে আগুনের ভয়াবহতার বিষয়টি কেন্দ্র করে পিছিয়ে হলিউডের একাধিক আয়োজন। হলিউড জনপ্রিয় ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড ১২ জানুয়ারি থেকে পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়েছে। ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) ‘টি পার্টি’ ইভেন্টও বাতিল হয়েছে। এমনকি বেশ কিছু প্রিমিয়ার, যেমন ক্যামেরন ডিয়াজ ও জেমি ফক্সের ব্যাক ইন অ্যাকশন এবং রবি উইলিয়ামসের বায়োপিক বেটার ম্যান বাতিল করা হয়েছে।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button