কুমিল্লার সাবেক চেয়ারম্যান পুত্র ও যুবলীগের নেতা আদনান হায়দার আটক
কুমিল্লার সাবেক চেয়ারম্যান পুত্র ও যুবলীগের নেতা আদনান হায়দার আটক ডেস্ক রিপোর্ট প্রকাশঃ ২১ অক্টোবর, ২০২৪
কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারের ছেলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আদনান হায়দারকে আটক করেছে কুমিল্লা র্যাব ১১। রোববার সন্ধ্যায় কুমিল্লা নগরীর চর্থা এলাকা থেকে তাকে আটক করেছে র্যাব-১১ কুমিল্লার একটি দল।
কুমিল্লার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আটকের বিষয়ে কুমিল্লা র্যাব-১১ জানায়, আদনান হায়দারকে আটক করা হয়েছে তবে আমরা আপনাদেরকে প্রেস রিলিজ দেবো।
এবিষয়ে জানতে চাইলে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক বলেন, আমি শুনেছি আদনান হায়দারকে গ্রেফতার করা হয়েছে। পরে বিস্তারিত জানাবো।
সূত্র: dailycomillanews