বাংলাদেশ

ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন ঢাবির শিবির নেতা আল আমীন

১৪ সদস্যবিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি এস এম ফরহাদ।

কমিটিতে থাকা স্কিল ডেভলপমেন্ট সম্পাদক আবদুল্লাহ আল আমীন ২০১৯-২০ সেশনে ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিট থেকে প্রথম হয়েছিল। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৭ম সেমিস্টারে অধ্যয়ন করছেন। বিভাগের ফলাফলে প্রথম দিকে রয়েছে বলে জানিয়েছে শিবিরের একটি সূত্র। তার সিজিপিএ ৩.৯২ বলে জানা গেছে।

২০১৯ সালের ২৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। সেবার এই ইউনিটে পাসের হার ছিল ১৩.২৬ শতাংশ।

প্রকাশিতে ফলাফলে বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন যথাক্রমে আহাদ আল আজাদ মুনেম, রোজা শাওয়াল রিজওয়ান ও আব্দুল্লাহ আল আমীন। ঢাবির এই ইউনিটে তিন বিভাগের জন্য আলাদাভাবে মেধাক্রমে ফল প্রকাশ করা হয়ে থাকে।

মানবিকে বিভাগের সেরা আব্দুল্লাহ আল আমীনের রোল নম্বর ছিল ৫৯৫৯৫০। মোট ২০০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ছিল ১৮০.৬৫। এরমধ্যে জিপিএর ভিত্তিতে ৮০ নম্বরের মধ্যে পেয়েছিলেন ৮০।

এমসিকিউ অংশে ৭৫ এর মধ্যে পেয়েছেন ৭০.৬৫। আর লিখিত ৪৫ এর মধ্যে পেয়েছেন ৩০। তার পিতার নাম সৈয়দ সাখওয়াতুল ইসলাম ও মাতা আঞ্জুমানআরা খাতুন।

কমিটির বিষয়ে ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, অন্যান্য সংগঠনের মতো করে আমাদের কমিটি হয় না। এজন্য আমাদের কমিটিতে সদস্য সংখ্যা কম মনে হতে পারে। ছাত্রদের নীতি নৈতিকতা, স্কিল ডেভেলপমেন্টসহ সার্বিক উন্নয়নের জন্য আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে। সেই বিভাগগুলো আমাদের কার্যক্রমগুলো তদারকি করে থাকে।

তিনি আরও বলেন, আমাদের কমিটিটি জানুয়ারিতেই গঠিত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নের কারণে আমরা তা পাবলিকলি প্রকাশ করতে পারিনি। ২৪ এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং শহীদদের আত্মত্যাগের ফলে দেশ ফ্যাসিবাদের মুক্ত হয়েছে এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি।

সোর্স: দৈনিক দিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button