বাংলাদেশ

প্রেমে পড়লে নায়িকাদের মাঝে যা খোঁজেন সালমান

কিছুদিন আগেই ৫৯ বছর পূর্ণ করেছেন বলিউড ভাইজান সালমান খান। কিন্তু তার অনুরাগীদের কাছে অভিনেতার বয়স এখনও কেবলই সংখ্যামাত্র। তাই আজও তারা অপেক্ষায়, কবে বিয়ের পিঁড়িতে বসছেন সালমান?

ক্যারিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ভাইজানের। কারও সঙ্গেই প্রেম পরিণতি পায়নি। তবু, আশা ছাড়তে নারাজ সালমানের অনুরাগীরা। কিন্তু ভাইজান নিজে কি আদৌ বিয়ে করতে চান?

এই বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন সালমানের বাবা সেলিম খান। তিনি জানান, কারো প্রেম পড়লে নাকি তার মাঝে মায়ের গুণ খোঁজেন এই অভিনেতা। যে কারণেই অধিকাংশ সম্পর্ক পরিণতি পায় না।

তিনি বলেন, ‘সালমানের বিষয়ে কী বলব, আমি সত্যি জানি না। সালমানের ভাবনা-চিন্তায় কিছু দ্বন্দ্ব রয়েছে। সে কারণে ও বিয়ে করছে না।’

এরপর সেলিম খান বলেন, ‘একসঙ্গে কাজ করতে করতেই প্রেমে পড়ে সালমান। তারা প্রত্যেকেই খুব সুন্দরী। কাজ করতে করতেই আলাপ হয় ও তারপর ঘনিষ্ঠতা তৈরি হয়। তাই ছবির নায়িকাদের সঙ্গেই সম্পর্ক তৈরি হয়েছে ছেলের।’

কিন্তু প্রেমে পড়ার পরে সালমানের দৃষ্টিভঙ্গি নাকি বদলে যায়। প্রেমে পড়লে সেই নায়িকাদের মধ্যেই মায়ের গুণাগুণ খুঁজতে থাকেন তিনি। তাই সেলিম মনে করেন, একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলার মধ্যে মায়ের গুণ খুঁজে বেড়ানো মোটেই সঠিক সিদ্ধান্ত নয়। কেন কোনও মহিলা নিজের কাজ ছেড়ে শুধুমাত্র সংসারে মন দেবেন?

ভাইজানের বাবার কথায়, ‘কেউ নিজের কাজকর্ম ছেড়ে কেন বিয়ে করে বাড়িতে বসে থাকবেন? এই ধরনের ভাবনা চিন্তাই সালমানের বড় সমস্যা।’

সেলিম বলেছিলেন, ‘প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার পরেই সেই মানুষটাকে পরিবর্তন করার চেষ্টা করে সালমান। প্রেমিকার মধ্যে নিজের মাকে খুঁজতে থাকে। সেটা তো কখনওই সম্ভব নয়।’

টিউলিপকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান দ্য টাইমসের

সালমানের বাবার স্পষ্ট মতামত, একজন কর্মজীবী মহিলা কখনওই সন্তানের দেখাশোনা, তাকে স্কুলে দিয়ে আসা বা সংসারের কাজ করতে পারেন না।

সোর্স: জুম বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button