বাংলাদেশ

ম*দ কেনার টাকা দেননি মা, রেগে বিদ্যু*তের তারে শুয়ে পড়লেন ছেলে

হুইল স্পিন করুন এবং বিশেষ পুরস্কার জিতুন!

মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই সতর্কতাবার্তা সবসময় দেওয়া হলেও, তা আসলে ক’জনের কানে পৌঁছায়, তা নিয়ে বিস্তর সংশয় রয়েছে। এছাড়া অত্যাধিক মদ্যপান করে দুর্ঘটনার খবরও প্রায়ই সামনে আসে। অদ্ভুতুড়ে কাণ্ডও ঘটায় অনেকে।

তেমনই এক কাণ্ড আবারও এলো সামনে। এবার মদ্যপান করে এক যুবক বিদ্যুতের তারের ওপরে শুয়ে পড়লেন! মূলত আরও মদ্যপানের জন্য মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে এই কাণ্ড ঘটায় সে। যদিও স্থানীয়দের ডাকাডাকিতে একপর্যায়ে ওপর থেকে নিচে নেমে আসে সে।

হাস্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে। এদিকে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ছে। বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যমটি বলছে, উদ্ভট এক ঘটনায় গত ৩১ ডিসেম্বর পার্বতীপুরম মান্যম জেলার পালাকোন্ডা মন্ডলের এম সিঙ্গাপুরম গ্রামে এক মদ্যপ ব্যক্তি একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে তারের ওপর শুয়ে পড়ে। তবে সতর্ক গ্রামবাসীরা সময়মতো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ায় সেখানে কোনও বিপর্যয় ঘটেনি।

তথ্য অনুসারে, মাতাল ওই ব্যক্তির নাম কে ভেঙ্কন্না। তার মা তাকে তার সামাজিক নিরাপত্তা পেনশনের টাকা দিতে অস্বীকার করার পরে গত ৩১ ডিসেম্বর সে এই কাণ্ড ঘটায়। মূলত নববর্ষ উদযাপনের সময় আরও মদ খাওয়ার জন্য ওই ব্যক্তি তার মায়ের কাছে অর্থ চেয়েছিলেন বলে জানা গেছে।

এদিকে টাকা না পেয়ে ভেঙ্কন্নার এই কাণ্ডে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের আশঙ্কা ছিল যে, তিনি হয়তো বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে যেতে পারেন।

পরে তারা বিদ্যুতের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেন এবং এরপর তারা তাকে নিচে নামতে অনুরোধ করেন; তবে গ্রামবাসীর সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন তিনি। মূলত সবার আহ্বান উপেক্ষা করে ভেঙ্কন্না বেশ কিছুটা সময় তারের ওপরেই শুয়ে ছিলেন। অবশ্য গ্রামবাসীরা বারবার ডাকাডাকি করার পর তিনি বৈদ্যুতিক খুঁটি থেকে নেমে আসেন।

উদ্ভট এই কাণ্ডের বিষয়ে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেঙ্কন্নার বিরুদ্ধে মামলা দায়ের করে।

পরে পুলিশ ভেঙ্কন্নাকে তার বিপজ্জনক কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি ব্যঙ্গাত্মকভাবে উত্তর দেন। তিনি বলেন, তিনি তার মায়ের কাছে ওষুধ কেনার জন্য অর্থ চেয়েছিলেন। কিন্তু অর্থ না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ক্ষোভের সাথে প্রতিবাদ হিসাবে বৈদ্যুতিক তারের ওপর শুয়ে থাকার সিদ্ধান্ত নেন।

The post ম*দ কেনার টাকা দেননি মা, রেগে বিদ্যু*তের তারে শুয়ে পড়লেন ছেলে appeared first on ডেইলি ক্যাম্পাস লাইভ.

সূত্র: dailycampuslive

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button