বাংলাদেশ

পাকিস্তানের পাল্টা হামলা চালালো আফগানিস্তান, নিহত ১৯ সেনা

পাকিস্তানের পাল্টা হামলা চালালো আফগানিস্তান, নিহত ১৯ সেনা

প্রতিবেশী পাকিস্তানের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান নেতৃত্বাধীন বাহিনী। আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার কয়েকদিন পর শনিবার এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে হামলায় তাৎক্ষণিকভাবে উভয়পক্ষের হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

যদিও চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে সীমান্তে আফগানিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে পাকিস্তানের অন্তত ১৯ সেনা এবং তিন আফগান বেসামরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। আর ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, শনিবার প্রতিবেশী আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে সংঘর্ষে পাকিস্তানি এক সৈন্য নিহত হয়েছেন।

উভয় দেশের কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ভারী অস্ত্রের ব্যবহার করেছে বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে, গত ২৫ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশের একাধিক এলাকায় বিমান হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। এই হামলায় আফগানিস্তানে অন্তত ৪৬ জনের প্রাণহানি ঘটে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক এই হতাহতের ঘটনার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল আফগান তালেবান। সেই অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকালের দিকে আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একাধিক এলাকায় হামলা চালিয়েছে আফগানিস্তান।

শনিবার পাকিস্তানের সীমান্ত জেলা কুররামের অন্তত দু’টি স্থানে সংঘর্ষ হয়েছে বলে সীমান্তের এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘সংঘর্ষে পাকিস্তানের ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) একজন সৈন্যের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও সাতজন আহত হয়েছেন।’’

আর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘‘পাকিস্তানের সীমান্তের ওপারে ‘বেশ কয়েকটি পয়েন্ট’, যেখান থেকে আফগানিস্তানে হামলা চালানো হয়েছিল…প্রতিশোধের লক্ষ্যবস্তু বানানো হয়েছে।’’

আফগানিস্তানের খোস্ত প্রদেশের একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘‘শনিবার ভোরের দিকে এই সংঘর্ষের কারণে সীমান্ত এলাকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। তবে আফগান বাহিনীর হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।’’

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর থেকে প্রতিবেশী এই দুই দেশের মাঝে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করছে ইসলামাবাদ। তবে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে।

পাকিস্তান-আফগানিস্তানের সম্পর্ক জটিল আকার ধারণ করে চলতি বছরের মার্চে। ওই সময় পাকিস্তানি সামরিক বাহিনী আফগানিস্তানের ভূখণ্ডে দুই দফায় বিমান হামলা চালায়। এতে আফগানিস্তানে পাঁচ নারী ও শিশু নিহত হয়।

আফগানিস্তানের ক্ষমতায় তালেবান ফেরার পর থেকে পাকিস্তানের পশ্চিম সীমান্ত অঞ্চলে জঙ্গি সহিংসতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। জঙ্গিদের পুনরুত্থান ঠেকাতে রীতিমতো লড়াই করছে ইসলামাবাদ। কেবল চলতি বছরেই বিভিন্ন সংঘর্ষে পাকিস্তানের ৩৮৩ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। একই সময়ে সামরিক বাহিনী অন্তত ৯২৫ জঙ্গিকে হত্যা করেছে বলে খবর দিয়েছে পাকিস্তান।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button